শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালমানের ‘লুঙ্গি ড্যান্স’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৩ এএম

শেয়ার করুন:

সালমানের ‘লুঙ্গি ড্যান্স’

প্যান ইন্ডিয়া সিনেমার যুগে দাক্ষিণাত্যের সময় ভালোই যাচ্ছে। এমন পরিস্থিতিতে দক্ষিণি মেজাজে খোদ বলিউড সুলতান সালমান খান। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় ‘লুঙ্গি ড্যান্স’ করেছিলেন শাহরুখ খান। এবার ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় লুঙ্গি পরে নাচলেন ভাইজান।

সালমান খান মানেই চমক। তা নতুন চরিত্রে হোক কিংবা নতুন পোশাকে। এর আগে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ‘বাথুকাম্মা’ গানে দক্ষিণি স্টাইলে লুঙ্গি, শার্ট পরে রীতিমতো নজর কেড়েছিলেন বলিউডের দাবাং খান। সেখানে আবার তেলুগু তারকা ভেঙ্কটেশকে দেখা গিয়েছিল। এবার নতুন গান ‘ইয়েনতাম্মা’য় লুঙ্গি পরেই বিন্দাস নাচলেন তিনি। তাও আবার ভেঙ্কটেশ ও রামচরণের সঙ্গে।


বিজ্ঞাপন


নতুন এই গানটি গেয়েছেন বিশাল দাদলানি ও পায়েল দেব। হলুদ শার্টের সঙ্গে সাদা লুঙ্গি পরে নেচেছেন সালমান। গানের শেষের দিকে আসেন রামচরণ। তিনজন মিলে একসঙ্গে নাচতে থাকেন। নায়িকা পূজা হেগড়েও যোগ দেন এই দলে।

দক্ষিণি সুপারস্টার তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। সালমানের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর