অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি হয়েছে। এতে খোয়া গেছে অলংকার টাকাসহ মূল্যবান সব জিনিসপত্র। খবরটি সামাজিক মাধ্যমে মনিরা মিঠু নিজেই জানিয়েছেন।
সবাই হাসপাতালে থাকায় ফাঁকা ছিল মিঠুর বাসা। এই সুযোগেই হয়েছে চুরি। এমনটা উল্লেখ করে আজ রোববার নিজের ফেসবুকে মিঠু লিখেছেন, ‘বাসার সবাই হাসপাতালে ছিল আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান জিনিস গহনা, টাকা সব চুরি হয়ে গেছে।’
বিজ্ঞাপন
তবে এতে ভেঙে পড়েননি মিঠু। এমনটা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘মেরুদন্ড তো আমার একটাই, আল্লাহ তায়ালা সেই মেরুদন্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব,ইনশাআল্লাহ, আল্লাহ আমার উপর সহায় হবেন, আল্লাহ ভরসা।’
এ প্রসঙ্গে ঢাকা মেইলকে মনিরা মিঠু বলেন, ‘আমি এখন সাভারে শুটিংয়ে আছি। বাসা থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। তারা শিগগিরই বিষয়টি পর্যবেক্ষণ করতে বাসায় আসবেন।’
মনিরা মিঠু এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি বড়পর্দায়ও বিচরণ রয়েছে তার। চরিত্রাভিনেত্রী হিসেবে দর্শক ও নির্মাতাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ তিনি।
বিজ্ঞাপন
আরআর

