রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সাংবাদিকদের দুষলেন প্রভা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

সাংবাদিকদের দুষলেন প্রভা

প্রচুর সম্ভাবনা থাকার পরও ডানা মেলে উড়তে পারেননি সাদিয়া জাহান প্রভা। প্রতি মুহূর্তে তাকে পারিপার্শ্বিক সমাজব্যবস্থার সঙ্গে লড়তে হয়েছে। একটি ‘ভুল’ তার জীবনে কালবৈশাখী ঝড়ের মতো তছনছ করে দেয়। যার ফলে এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।

প্রাক্তন প্রেমিক রাজিবের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সেই ঘটনায় ঘোর অন্ধকার নেমে আসে প্রভার জীবনে। আশেপাশের মানুষগুলো তার দিকে ‘নগ্ন’ দৃষ্টিতে তাকানো শুরু করেন। সুযোগ পেলে অশ্লীল কথাও বলেন। এমনকি গণমাধ্যমেও তিনি মুখরোচক ‘খবরের উপাদান’ হিসেবে ব্যবহৃত হন।


বিজ্ঞাপন


Prova

প্রভা যাই করেন না কেন, খবরে যেন তাকে প্রকাশিত সেই ‘ঘনিষ্ঠ ভিডিও’র যোগসূত্র তৈরি করা হয়। ফলে ধীরে ধীরে গণমাধ্যম এড়িয়ে চলতে শুরু করেন তিনি। এতদিন সাংবাদিক ভীতি নিয়ে কোথাও মুখ খোলেননি তিনি। তবে কয়েকদিন আগে জানিয়েছিলেন, তার অনুমতি ছাড়া যেন কোনো সংবাদ প্রকাশ না করা হয়।

শনিবার (১ মার্চ) অভিনয়শিল্পী সংঘের ইফতার মাহফিল পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এড়িয়ে চলার কারণ বিষয়ে সরাসরি কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের দুষলেন।

প্রভা বলেন, ‘ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেলে ভয় পেতাম, কারণ আম্মু জানলে বকা দেবে। এখন ফিজিক্যালি অ্যাবিউজড হলেও হজম করে ফেলি, কারণ তারচেয়ে বড় ভয় হয় যদি জার্নালিস্ট জানতে পারে—তাহলে কী হবে! আমার জীবনে যারা (প্রেমিক) এসেছে, প্রত্যেকে যাওয়ার সময় একটা ব্লেম গেম খেলেছে। এটার মধ্যে মেন্টালি টর্চার হয়েছি, কিন্তু কাউকে কিছু মুখফুটে বলতে পারিনি। বরাবরই মনে হয়েছে বললেই যদি জার্নালিস্ট জেনে যায়? ডিভোর্সের পেপার যখন ফাইল করি, নিয়ম অনুযায়ী আমার কিছু পাওনা থাকে। কিন্তু সেটা নিয়ে কথা বলতে ভয় করে, যদি সেটা খবরে চলে আসে। আমি সবকিছুই করতে পারতাম, সাংবাদিকরা যদি আমাকে সাপোর্ট করতো।’


বিজ্ঞাপন


Prova

প্রভা সাংবাদিকদের অভিযোগ করে আরও বলেন, ‘কিছুদিন আগে আমার ভেরিফায়েড পেজ থেকে জানিয়েছি, কথা বলা ছাড়া আমার কিছু পাবলিশ করবেন না। যেমন কদিন আগে, রোজায় নরম ভাষায় কিছু একটা লিখলাম। পরদিন নিউজ আসলো- অবশেষে ক্ষমা চাইলেন প্রভা! বলেন তো কিসের জন্য ক্ষমা চাইব আমি? অনেকে বলে আমি অ্যাটেনশন সিকার, তাই এসব পোস্ট দিচ্ছি। অথচ আমি অ্যাটেনশনই চাই না খবরের ভয়ে। এত অন্যায় আমার সঙ্গে, অথচ আমি প্রতিবাদ জানাতে পারি না, ভয় সাংবাদিকরা লিখবে।’

এ সম্পর্কিত আরও খবর
ক্ষমা তো এই সমাজের আমার কাছে চাওয়া উচিত: প্রভা
মানুষের অভিশাপ খুব ভয়াবহ: প্রভা
সেই ঘনিষ্ঠ ভিডিও প্রকাশের কারণে প্রভাকে লিগ্যাল নোটিশ

প্রভা উপস্থিত সাংবাদিকদের ভাই সম্বোধন করে অনুরোধ করেন, কেউ যদি তার নামে সোশ্যাল হ্যান্ডেলে বা খবরে বাজে কথা লেখেন, তবে যেন সেটার প্রতিবাদ করেন ভাই হিসেবে।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর