শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

রজনীকান্তের ‘বাবা’র কারণে ক্যারিয়ার শেষ হয়েছিল মনীষার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

রজনীকান্তের ‘বাবা’র কারণে ক্যারিয়ার শেষ হয়েছিল মনীষার

হিমালয়কন্যা নেপালের কোলে বেড়ে ওঠা মনীষা কৈরালা বলিউডে এসে বিস্তার করেছিলেন সম্রাজ্য। দীর্ঘদিন ধরে রেখেছিলেন এ আসন। আজকাল বি-টাউনে অনিয়মিত তিনি। তাই আলোচনার টেবিলেও নেই। সম্প্রতি নতুন একটি তথ্য দিয়ে আলোচনায় এসেছেন মনীষা। জানিয়েছেন, রজনীকান্তের ‘বাবার জন্য ক্যারিয়ার শেষ হয়েছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

’বাবা’ একটি ছবির নাম। এতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল রজনীকান্ত ও মনীষাকে। ছবির প্রযোজকও ছিলেন রজনীকান্ত। বড় বাজেট, অনেক আশা নিয়ে মুক্তি পেয়েছিল ছবিটি। সালটা ছিল ২০০২। ছবির বিষয়বস্তু ছিল অতিপ্রাকৃতিক।


বিজ্ঞাপন


কিন্তু মুক্তি পাওয়ার পরেই দেখা গেল, ছবির বক্সঅফিসে ভরাডুবি। মনীষার কথায়, ‘সম্ভবত এটিই আমার শেষ তামিল ছবি। ভীষণ বাজে ভাবে ফ্লপ করে গেল ছবিটা। মারাত্মক ভাবে ব্যর্থ হলো। আমি ধরেই নিয়েছিলাম দক্ষিণে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আর হলোও তাই।’

নেপালের কন্যা জানান, ছবিটিতে অভিনয়ের আগে দক্ষিণে অনেক অফার পাচ্ছিলেন তিনি। ভেবেছিলেন বলিউডে সাম্রাজ্য বিস্তারের পর সেখানেও রাজত্ব করবেন তিনি। কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টোটা। ঘুরে দাঁড়াতে পারলেন না তিনি।

গত বছর ওই ছবি রজনীকান্তের জন্মদিন উপলক্ষে ফের মুক্তি পায়। তবে অদ্ভুত ব্যাপার হলো, সে সময় হিট না হলেও এত বছর পর ওই ছবি মুক্তি পেতেই হয়ে যায় হিট। আর তাতেই যেন অবাক মনীষা। তার কথায়, ‘আবার মুক্তি পেতেই হিট হল। আসলে রজনী স্যার কখনও যে ফ্লপ দিতেই পারেন না।’

ছবিতে রজনীকান্তের চরিত্রটি ছিল একজন নাস্তিকের। যিনি পরে আবিষ্কার করেন হিমালয়ের এক সাধুরই পুনর্জন্মের রূপ তিনি।


বিজ্ঞাপন


আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর