মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খ্রিস্টান থেকে মুসলিম হলেন ভারতের জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

খ্রিস্টান থেকে মুসলিম হলেন ভারতের জনপ্রিয় অভিনেতা

এমন অনেক তারকা আছেন যারা ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মের অনুসারী হয়েছেন। সেই তালিকায় নাম লেখালেন ভারতের জনপ্রিয় টেলিভিশন তারকা ভিভিয়ান ডিসেনা। শুধু তাই নয়, ইরানি সাংবাদিক নৌরান আলির সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কয়েকমাস আগে তাদের ঘর আলো করে এক কন্যাও এসেছে।

ভিভিয়ানের মা হিন্দু ছিলেন। বাবা পর্তুগিজ খ্রিস্টান। বাবার ধর্মই এতদিন মেনে চলতেন অভিনেতা। ‘কসম সে’ ধারাবাহিকের মাধ্যমে সিরিয়ালের জগতে নিজের সফর শুরু করেন। পরে ‘প্যায়ার কী ইয়ে এক কাহানি’, ‘মধুবালা এক ইশক এক জুনুন’, ‘শক্তি অস্তিত্ব কে অ্যাহসাস কী’ সিরিয়ালের মাধ্যমে হিন্দি টেলিভিশনের হার্টথ্রব হয়ে ওঠেন।


বিজ্ঞাপন


২০১৩ সালে ভিভিয়ান ‘প্যায়ার কী ইয়ে এক কাহানি’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী ভাহবিজ দোরাবজিকে বিয়ে করেন। ২০১৬ সালে দুজন বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন। ২০২১ সালে সরকারিভাবে ডিভোর্স হয় ভিভিয়ান ও ভাহবিজের। আর ২০২২ সালেই ইরানি সাংবাদিককে বিয়ে করেন ভিভিয়ান।

অভিনেতা জানান, ২০১৯ সালের রমজান মাসেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। দিনে পাঁচবার নমাজ পড়ে প্রবল শান্তি পান। গোপনেই ইসলাম গ্রহণ করেছেন ভিভিয়ান। এমন অভিযোগ উঠেছিল। তবে অভিনেতার মতে এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সুতরাং এই ধরনের গুজবে তিনি কান দেন না।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর