শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

সুশান্তকে বলেছিলাম, নিজেকে শেষ কোরো না: স্মৃতি ইরানি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

সুশান্তকে বলেছিলাম, নিজেকে শেষ কোরো না: স্মৃতি ইরানি

স্মৃতি শুধুই বেদনার? সময়ে পেলেই জীবনখাতার পাতাগুলো উল্টে দেখেন স্মৃতি ইরানি। সেখানে জমে থাকা অনেক স্মৃতি আজও জীবন্ত। যেমন, সুশান্ত সিং রাজপুত। স্মৃতির স্মৃতিতে তার অসময়ে চলে যাওয়া জ্বলজ্বল বড্ড টাটকা। আজও তার আফসোস, খুব তাড়াতাড়ি চলে গেলেন অভিনেতা। যদিও কেন্দ্রীয় মন্ত্রী তাকে পইপই করে বলেছিলেন, যা-ই হোক, কখনও নিজেকে শেষ করো না।

সুশান্ত কথা রাখেননি। স্মৃতির বুকে তাই আজও একরাশ অভিমান। সম্প্রতি, অতীত ফিরে দেখেছেন প্রাক্তন অভিনেতা এবং কেন্দ্রীয় সংখ্যালঘু সেলের মন্ত্রী। তার কাছে জুন মাস এখনও আতঙ্কের। ২০২০-র জুনেই চলে গিয়েছেন সুশান্ত।


বিজ্ঞাপন


সুশান্তর মৃত্যু দিন স্মরণ করে বলেন, ‘যেদিন সুশান্তের মৃত্যু হয়েছিল, আমি ভিডিও কনফারেন্সে ছিলাম। অনেকেই ছিলেন সেই বৈঠকে। কিন্তু খবরটা শোনার পরে বৈঠক চালিয়ে যেতে পারলাম না! ভেঙে পড়েছিলাম। আমি বলেছিলাম, থামাও। মনে হয়েছিল, কেন সুশান্ত এমন করল? আমাকে একবার ডাকল না? একবার ফোন করা উচিত ছিল।’

সঙ্গে সঙ্গে স্মৃতির মনে পড়েছিল সুশান্তের ছায়াসঙ্গী অমিত সাধের কথা। তিনি ফোন করে খোঁজ নেন তার। কারণ, তিনি অমিতের জন্য দুশ্চিন্তায় ভুগেছিলেন। স্মৃতি দীর্ঘ ছয় ঘণ্টা সেদিন কথা বলেছিলেন অমিতের সঙ্গে। সুশান্তের বন্ধু তার কাছে ভেঙে পড়েছিলেন। বলেছিলেন, ‘আমিও আর বাঁচতে চাই না। বোকাটা কী করল! আর অভিনয় দুনিয়ায় নয়। পাহাড়ে চলে যাব। মন খুলে বাঁচব।’

সে কথা পরে এক সাক্ষাৎকারে বলেন অমিত। জানান, সেদিন স্মৃতি না থাকলে হয়তো তিনি সুশান্তের মতোই কোনো পদক্ষেপ নিতেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর