রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

শুটিংয়ে আহত অক্ষয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ১২:০১ পিএম

শেয়ার করুন:

শুটিংয়ে আহত অক্ষয়

সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি। ‘বড়ে মিয়া ছোটে মিয়া’সিনেমার সেটে ঘটেছে এ দুর্ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়। ‘বডি ডাবল’ বা অবিকল একই দেখতে আরেক জন পেশাদার স্টান্টম্যানের সাহায্য নেন না ‘খিলাড়ি’। কিন্তু কখনও কখনও বিষয়টা অতিরিক্ত ঝুঁকির কারণ হয়ে যায়। ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র সেটে সে ভাবেই চোট পেয়েছেন অভিনেতা। তবে খুব বড় কোনো ক্ষতি হয়নি তার।


বিজ্ঞাপন


একটি সূত্র জানিয়েছে, টাইগারের সঙ্গে বিশেষ একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় চোট লাগে অক্ষয়ের। ফলস্বরূপ, হাঁটুতে ব্রেস পরে থাকতে হচ্ছে এখন। ছবির কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং আপাতত বন্ধ রাখতে হয়েছে।

‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাটি নির্মাণ করছেন আলি আব্বাস জ়াফর। এতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা। আরও রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর