বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

আমি মীমাংসা করতে যাইনি, সে ক্ষমা চাইতে এসেছিল: শাকিব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

আমি মীমাংসা করতে যাইনি, সে ক্ষমা চাইতে এসেছিল: শাকিব

বুধবার (১৫ মার্চ) সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণ, অসদাচরণ, মিথ্যা আশ্বাসের অভিযোগ আনেন প্রযোজক রহমত উল্ল্যাহ। তার পরের দিন (১৬ মার্চ) শোনা যায়, সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে রহমত উল্ল্যাহর সঙ্গে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে দেখা করেছেন শাকিব।

সে সময় সংবাদমাধ্যমকে ওই প্রযোজক জানান, শাকিব তিন শ টাকার স্ট্যাম্প নিয়ে এসেছিলেন মীমাংসার উদ্দেশ্যে। কিন্তু এ কথা অস্বীকার করলেন শাকিব। জানালেন,ষ্ট্যাম্প নিয়ে মীমাংসার জন্য যাননি তিনি। উল্টো রহমত উল্ল্যাহ এসেছিলেন তার কাছে ক্ষমা চাইতে।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শাকিব বলেন, ‘আমার সঙ্গে একবার দেখা করতে চেয়েছিল রহমত উল্লাহ। দেখা করে কথা বলতে পারলে এসব মিথ্যে অভিযোগ সবকিছু তুলে নেবে বলেছিল। আমি রাজি না হওয়ায় আমার সাবেক স্ত্রীকে (অপু বিশ্বাস) দিয়ে আমার পরিবারকে ম্যানেজ করে সেখানে যাওয়ার জন্য ইমপ্রেস করে। রহমত উল্লাহ বলেছিল সে স্ট্যাম্পে লিখিত দেবে এই ধরনের অভিযোগ কখন আর আনবে না। ক্ষমা চাইবে।’

তিনি আরও বলেন, ‘সে যে অন্যায় করছে আমি তখনই বলে আসি। তার সঙ্গে মীমাংসার প্রশ্নই আসে না। কারণ, আমি নিশ্চিত হয়ে যাই ভারটেক্স প্রডাকশনের সঙ্গে আমার লিখিত চুক্তি। আসল প্রযোজক যে তার কোনো আপত্তি নেই। বরং তারা চাইছেন আমার সহযোগিতায় সিনেমাটি করতে।’

শাকিব বলেন,‘অপারেশন অগ্নিপথ নিয়ে আমার সঙ্গে এই রহমত উল্লাহর সঙ্গে কিছুই চুক্তি হয় নাই। সে বিভিন্ন প্রেসে স্ট্যাম্প ও মিমাংসার ব্যাপারে যা বলেছে সব মিথ্যা। তার বিরুদ্ধে একাধিক মামলা করতে যাচ্ছি। সেখানে এসব বিষয়সহ আমাকে যতভাবে ট্র্যাপে ফেলার চেষ্টা করেছে সবগুলো উল্লেখ করছি।’

বুধবার (১৫ মার্চ) এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ। তিনি নির্মিতব্য ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির প্রযোজক। এ ছবিতে কেন্দ্রিয় চরিত্রে ছিলেন শাকিব। এই ছবি কেন্দ্র করেই ঘটনা ঘটেছে। সিনেমাটিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ (মামলা নং: NSW Police reference no: E ৬২৪৯৪৯৫৯) এবং পেশাগত অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধন চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে অভিযোগ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন সিনেমাটির প্রযোজক।


বিজ্ঞাপন


২০১৬ সালের সেপ্টেম্বরে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির শুটিং শুরু হয়েছিল অস্ট্রেলিয়ায়। এতে শাকিবের বিপরীতে ছিলেন শিবা আলী খান। ৬০ শতাংশ দৃশ্যধারণ সম্পন্ন এ সিনেমায় খল চরিত্রে ছিলেন মিশা সদাগর। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন আশিকুর রহমান।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর