সদ্যই অস্কার জিতে এসেছে ‘আরআরআর’। এই জয়ের রেশ না কাটতেই রামচরণের ভক্তদের জন্য সুখবর! এবার হয়ত ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করতে চলেছেন তিনি।
কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে জল্পনার শেষ ছিল না। যদিও এখনও সঠিক উত্তর মেলেনি। কে অভিনয় করবেন তার বায়োপিকে, এই প্রশ্নে জর্জরিত হয়েছিলেন দাদা। রণবীর কাপুর ছাড়াও আয়ুষ্মান খুরানার নাম উঠেছে।
বিজ্ঞাপন
এরই মধ্যে সম্প্রতি এক সাক্ষাৎকারে রামচরণকে প্রশ্ন করা হয়, কোন ধরনের চরিত্রে তিনি অভিনয় করতে চান? একটু ভেবেই তিনি বলেন, ‘খেলা নিয়ে কোনো ছবি করতে চাই। অনেকদিনের ইচ্ছা।’
এরপরই তাকে বিরাটের বায়োপিক নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘দারুণ! তিনি একজন অনুপ্রেরণামূলক চরিত্রের মানুষ। আমি মনে করি সুযোগ দেওয়া হলে এটি দুর্দান্ত হবে। কারণ আমাদের অনেকটা একইরকম দেখতে।’
সম্প্রতি ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় নাচ করতে দেখা যায় বিরাটকে। এর আগেও তাকে একাধিকবার মাঠে নাচতে দেখা গিয়েছে। এবার তিনি ‘আরআরআর’ সিনেমার অস্কারজয়ী গান ‘নাটু নাটু’র ছন্দে কোমর দোলালেন।

