মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কবে বিয়ে করছেন দেব-রুক্সিনী— প্রশ্ন নেটিজেনদের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৩, ০২:০১ পিএম

শেয়ার করুন:

কবে বিয়ে করছেন দেব-রুক্সিনী— প্রশ্ন নেটিজেনদের

টলিউড তারকা দেব-রুক্সিনীর প্রেমের কথা কারও অজানা নয়। তারা নিজেরাও স্বীকৃতি দিয়েছেন সম্পর্কেকে। মাঝে মাঝেই জোড়ায় জোড়ায় দেখা যায় দেব-রুক্সিণীকে। নেটিজেনরা উপভোগ করেন দুজনকে একসঙ্গে।

সেই ভালো লাগা থেকেই এবার তারা প্রশ্ন ছুড়ে দিলেন দেব-রুক্সিণীর দিকে। কবে বিয়ে করছেন তারা জানতে চাইলেন সামাজিক মাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বিজ্ঞাপন


সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সাতপাকে বাঁধা পড়েছেন টলিউড প্রযোজক অতনু রায়চৌধুরীর কন্যা অস্মিতা। এ বিয়েতে তারকাদের মিলনমেলা বসেছিল। ওই মেলায় মধ্যমণি ছিলেন দেব-রুক্মিনী।

বিয়েতে দেব একেবারে বাঙালিয়ানা সাজে এসেছিলেন।  সাদা ধুতি ও বেগুনি রঙের পাঞ্জাবিতে দেবের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। অন্যদিকে প্রেমিকা রূক্মিণীও ঐতিহ্যবাহী সাজে এসেছিলেন। পরেছিলেন সোনালী রঙের ব্লাউজ ও সি-গ্রিন রঙের শাড়ি। দেব বিয়ের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘পরিবারে বিয়ে।’

তবে ওই ছবিতে দেবের পাশে ছিলেন না রুক্সিনী। তারা বন্দি হয়েছেন একটি সেলফিতে। একসঙ্গে দেখেই নেটিজেনরা ছুড়ে দিয়েছেন তাদের পুরোনো প্রশ্ন। কবে বিয়ে করছেন দেব-রুক্সিণী? তবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি এ জুটি। বরাবরের মতোই পালন করেছেন নীরবতা।

এদিকে দেব-রুক্সিণী ছাড়াও অতনু রায়চৌধুরীর কন্যার বিয়েতে উপস্থিত ছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, বিক্রম চট্টোপাধ্যায়, সোহিনী রায়, তনুশ্রী চক্রবর্তীর মতো টলি তারকারা।


বিজ্ঞাপন


আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর