শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পর্নোগ্রাফি ছেড়ে এখন কী করছেন মিয়া খলিফারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৫ এএম

শেয়ার করুন:

পর্নোগ্রাফি ছেড়ে এখন কী করছেন মিয়া খলিফারা

চলতি কথায় তার নাম—নীল ছবি। একসময় বটতলার নিষিদ্ধ চটি বই হিসেবে যা পরিচিত ছিল, এখন তার বিস্তৃতি ইন্টারনেটের দুনিয়ায়। তবে নিষিদ্ধ তকমাটা এখনও তার গা থেকে পুরোপুরি মুছে যায়নি, এখনও পর্নোগ্রাফিক ছবির সঙ্গে গোপনীয়তা বা লজ্জার ব্যাপারটা বেশ নিবিড়ভাবেই যুক্ত।

এমন অনেক পর্নোতারকা আছেন যারা সামাজিকতার কথা ভেবে এসব কাজ থেকে সরে এসেছেন। স্বাভাবিক জীবন যাপন করছেন। তেমন কয়েকজন পর্নোতারকার নাম জেনে নেওয়া যাক—


বিজ্ঞাপন


মিয়া খলিফা

লেবাননের বংশোদ্ভূত মিয়া খলিফা জনপ্রিয় পর্নোতারকা। তার জনপ্রিয় এতটাই ছিল যে, অনেক জঙ্গি সংগঠনের হুমকির মুখে পড়েছিলেন। ফলে বাধ্য হয়ে পর্নো ছবিতে অভিনয় থেকে সরে আসেন তিনি। এখন একজন ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন মিয়া খলিফা। যদিও স্বাভাবিক জীবনে ফিরে আসার পর তার চাকরি পেগে বেশ বেগ পেতে হয়েছিল।

ইভা এঞ্জেলিনা

মাত্র ১৮ বছর বয়েসে পর্নো ছবিতে অভিনয় শুরু করেছিলেন ইভা এঞ্জেলিনা। ২০১৯ সালে তিনি হঠাৎই ইন্ডাস্ট্রি ছাড়েন। এরপর ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ ফায়ার ডিপার্টমেন্টের সাথে ফায়ার ফাইটার হিসেবে নিযুক্ত হন।


বিজ্ঞাপন


ব্রিটনি ডেলা মোরা

প্রায় সাত বছর পর্নো ছবিতে অভিনয় করেছেন ব্রিটনি। ক্যারিয়েরর শীর্ষে থাকার সময় প্রতি মাসে ৩০ হাজার ডলার আয় করতেন তিনি। এরপর তিনি পর্নো দুনিয়া ছেড়ে চার্চের কাজে মনোনিবেশ করেন।

টিফানি মিলান

পর্নো ইন্ডাস্ট্রিতে প্রবেশের আগে ১৯৮০ এর দশকের শেষের দিকে গর্জিয়াস লেডিস অব রেসলিংয়ের সদস্য হিসেবে খ্যাতি পেয়েছিলেন টিফানি। তিনি দুই বছরের ব্যবধানে ১০০টিরও বেশি কামোত্তেজক চলচ্চিত্রে অভিনয় করেছেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও ছিল। ইন্ডাস্ট্রি ছাড়ার পর তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিগত তদন্তকারী হিসেবে নিজের পেশা বেছে নিয়েছেন।

মেরি ক্যারে

মেরি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র জগতে একটি অত্যন্ত পরিচিত মুখ। তবে ২০০৭ সালে তিনি পর্নোগ্রাফির দুনিয়া ছেড়ে জীবনের নতুন দিশা সন্ধানের সিদ্ধান্ত নেন। ২০২০ এর শুরুর দিকে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মেরি জানান যে, তিনি বক্সিংয়ের জগতে পদার্পণ করতে চান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর