বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাধুরী দীক্ষিতের যত প্রেমিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

মাধুরী দীক্ষিতের যত প্রেমিক

বলিউডে সৌন্দর্যের কথা বললেই মাথায় আসে মাধুরী দীক্ষিতের নাম। অভিনয়ের সাথে সাথে নিজের গ্ল্যামারাস লুক দিয়েও মুগ্ধ করেছেন দর্শকের। মনে হয় সৌন্দর্যের নিরিখে স্বর্গের পরীরাও তার কাছে হার মানতে বাধ্য। বাস্তব জীবনেও মেকআপ ছাড়াই নজরকাড়া সুন্দরী তিনি।

মাধুরীর বিপরীতে যে নায়কেরা অভিনয় করতেন, অনেকের সঙ্গেই তিনি সম্পর্কে ছিলেন বলে জল্পনা ছিল। বি-টাউনে কান পাতলেই শোনা যেত সেসব সম্পর্কের খবর নিয়ে গুঞ্জন।


বিজ্ঞাপন


সঞ্জয় দত্তের সঙ্গে মাধুরীর নাম সবচেয়ে বেশি খবরে ছিল। ‘খলনায়ক’ থেকে ‘সাজন’—একাধিক ছবিতে তারা অভিনয় করেছেন। তাদের অভিনীত অনেক ছবিতে আগুন লাগানো চুমুর দৃশ্য এই প্রেমের জল্পনায় ঘি-এর কাজ করত।

অনিল কাপুরের সঙ্গে ১৮টি ছবিতে একসঙ্গে অভিনয় করেন মাধুরী। তাদের অনস্ক্রিন রসায়ন দেখে অনেকের ধারণা ছিল, তারা অফস্ক্রিনেও প্রেম করছেন। কিন্তু প্রেম নিয়ে কখনও মুখ খোলেননি। সবসময় বন্ধু দাবি করেছেন। 

জ্যাকি শ্রফ সবসময় জানিয়েছেন, তার জীবনে সবকিছুতেই প্রথম পছন্দ মাধুরী। এমনকী ডা. নেনের সঙ্গে মাধুরীর বিয়ের খবর শুনে তার হৃদয় ভেঙে গিয়েছিল, যা তিনি প্রকাশ্যেই জানিয়েছিলেন। মাধুরীর তরফ থেকে তার প্রতি কোনো অনুভূতি ছিল কি না—তা কখনও জানা যায়নি।

সঞ্জয় দত্তের পর যার নাম সবচেয়ে বেশি জুড়ে ছিল মাধুরীর সঙ্গে তিনি অজয় জাদেজা। যদিও অজয়-মাধুরী কখনও স্বীকার করেননি নিজেদের সম্পর্ক, তবে সেই সময় বলিউডে কান পাতলেই শোনা যেত তাদের নিয়ে জল্পনা। এ জুটির প্রেম নাকি চোখে পড়ার মতোই ছিল। কিন্তু অজয়ের বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নেয়নি, তাই এই সম্পর্ক এগোয়নি, এমনই শোনা যায়।


বিজ্ঞাপন


/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর