মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছবি ফ্লপ অক্ষয়ের, দোষ পড়ছে কঙ্গনার!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

ছবি ফ্লপ অক্ষয়ের, দোষ পড়ছে কঙ্গনার!

সময়টা ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের। একের পর এক ছবি ব্যর্থ হচ্ছে তার। সবশেষ গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে তার অভিনীত ‘সেলফি’ সিনেমা। ধারণা করা হচ্ছিল, হয়ত এই ছবির মাধ্যমে কামব্যাক করবেন এ নায়ক। কিন্তু তা হয়নি। 

তবে অক্ষয়ের এই ব্যর্থতায় জড়িয়ে পড়েছেন কঙ্গনা রণৌতের নাম। যদিও তিনি এ ছবিতে অভিনয় করেননি। নেটিজেনদের মতে, এই নায়িকার ‘ধাকড়’ ছবির মতোই অবস্থায় হয়েছে অক্ষয়ের ‘সেলফি’র।


বিজ্ঞাপন


এরপর টুইটারে স্পষ্ট লেখেন, “আমাকে কেন টানা হচ্ছে ‘সেলফি’ ছবির সঙ্গে। আর সত্যি বলতে, অক্ষয় তো একজন অভিনেতা। নাটের গুরু তো ছবির প্রযোজক করণ জোহর। করণের ছবি ১০ লাখ টাকাও তুলতে পারেনি প্রথম দিনে। কিন্তু কেউ তার নাম নিচ্ছে না। যে সিনেমার সঙ্গে আমার কোনো যোগ নেই, সেই সিনেমা ফ্লপ হওয়ার কারণও নাকি আমি! বাহ করণ জোহর। তোমার জবাব নেই।”

‘সেলফি’র পরিচালক রাজ মেহেতা। অক্ষয়ের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন ইমরান হাশমি, নুসরাত বারুচা, ডায়ানা পেন্টি। ২০১৯ সালের মালায়লি কমেডি-ড্রামা ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক এটি।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর