বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন যারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন যারা
কোলাজ: ঢাকা মেইল

অপেক্ষার পালা শেষ হচ্ছে। রাত পোহালেই বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। করোনার কারণে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা আছে তার।

প্রতি বছরের মতো এবারও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা।


বিজ্ঞাপন


সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী রোজিনা, নূতন, অরুণা বিশ্বাস। এছাড়া নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে থাকছে বিদ্যা সিনহা মিম, তমা মীর্জা, ইমন, সাইমন, পূজা চেরী, দীঘির পরিবেশনা। গান পরিবেশন করবেন আবিদা সুলতানা, রফিকুল আলম, মমতাজ, লুইপা, প্রতীক হাসান, অনুপমা মুক্তি।

ইতোমধ্যে শিল্পীরা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে মহড়া সম্পন্ন করেছেন। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হচ্ছে চূড়ান্ত মহড়া।

২০২০ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’। ‘গোর’ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন গাজী রাকায়েত হোসেন ও ফরিদুর রেজা সাগর। ‘বিশ্বসুন্দরী’ প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু।

‘গোর’ সিনেমার পরিচালক রাকায়েত পাচ্ছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। একই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনিকার ও চিত্রনাট্যকার হিসেবেও পুরস্কার পাচ্ছেন। এই সিনেমার অভিনেত্রী দ্বীপান্বিতা মার্টিন পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।


বিজ্ঞাপন


‘বিশ্বসুন্দরী’ সিনেমার অভিনেতা সিয়াম আহমেদ পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। এ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে ফজলুর রহমান বাবু পাচ্ছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার। ‘গণ্ডি’ সিনেমার অভিনেত্রী অপর্ণা ঘোষ পাচ্ছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে জান্নাতুল ফেরদৌসের ‘আড়ং’ এটিও সরকারি অনুদানে নির্মিত হয়েছে। শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে সৈয়দ আশিক রহমানের ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’।

এছাড়া খল চরিত্রে ‘বীর’ সিনেমার মিশা সওদাগর, শিশুশিল্পী চরিত্রে ‘গণ্ডি’ সিনেমার অভিনেত্রী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি, শিশুশিল্পী শাখায় বিশেষ শাখায় শাহাদাৎ হোসেন বাঁধন পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর