রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৌরভের বায়োপিকে রণবীরের অভিনয়ের খবরটি মিথ্যা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০০ পিএম

শেয়ার করুন:

সৌরভের বায়োপিকে রণবীরের অভিনয়ের খবরটি মিথ্যা

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মিত হবে বলিউডে। সৌরভ নিজেও স্বীকার করেছিলেন এ খবরের সত্যতা। তারপর থেকেই নতুন প্রশ্ন ডানা মেলে, কে অভিনয় করবেন ভারতীয় এ কিংবদন্তির চরিত্রে। গুঞ্জন উঠেছিল, রণবীর কাপুরই হবেন পর্দার সৌরভ। কিন্তু খবরটি মিথ্যা বলে জানিয়েছেন বায়োপিকটির সহ-প্রযোজক অঙ্কুর গার্গ।

ভারতীয় সংবাদমাধ্যমকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, এ বিষয়ে জানানোর মতো কোনো তথ্য আপাতত নেই। আমাদের পরবর্তী সিনেমা মুক্তির পর এই বায়োপিকে মনোযোগ দেব। এখনও অভিনয়শিল্পী নির্বাচন ও অন্যান্য বিষয়ে কোনো আলোচনাই হয়নি।’


বিজ্ঞাপন


বিষয়টি আরও পরিষ্কার করেছেন সৌরভের ঘনিষ্ঠ বন্ধু ও বায়োপিকের উদ্যোক্তা সঞ্জয় দাস। তিনি বলেন, ‘এ সিনেমার কোনো কিছুই চূড়ান্ত হয়নি। সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন তা চূড়ান্ত হতে আরো অন্তত ৮-৯ মাস সময় লাগবে। সবকিছু ঠিক হয়ে গেলে সৌরভ ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। সৌরভ গাঙ্গুলির চরিত্রে রণবীর কাপুর অভিনয় করবেন এটি কেবলই গুজব।’

জানা গেছে, বায়োপিক সৌরভ লিখছেন না। গল্পের আকারে তিনি জীবনের কথা বলে গিয়েছেন। তা ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। তারপরে শুরু হয়েছে চিত্রনাট্য লেখা। পর্দায় ফুটে উঠবে তার ক্রিকেট প্রশিক্ষণ থেকে বাংলা ও জাতীয় দলে সুযোগ পাওয়া, অধিনায়ক হওয়া এবং গ্রেগ চ্যাপেলের সময় তার বাদ পড়া থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া। ফুটে উঠবে মাঠের বাইরে জীবনও। জোর দেওয়া হবে তার ২৪ বছরের সময়ে।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর