মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার সেলেনার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার সেলেনার

তারকাদের জনপ্রিয়তা আজকাল মাপা হয় হয় তাদের অনুসারীর সংখ্যা দিয়ে। সামাজিক মাধ্যমে যার অনুসারী যত বেশি তার জনপ্রিয়তাও তত বেশি বলে ধরে নেওয়া হয়। এ হিসেবে এই মুহূর্তে এগিয়ে আছেন মার্কিন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। কেননা ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার এখন তার। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি।

বর্তমানে ইনস্টাগ্রামে সেলেনার ফলোয়ার ৮৮১ মিলিয়ন। তবে অভিনেত্রীর ইনস্টাগ্রাম আইডিটি তিনি নিজে ব্যবহার করেন না। এটি নিয়ন্ত্রণ করেন তার ব্যক্তিগত সহকারী। এ প্রসঙ্গে সেলেনা বলেন, ‘বিচ্ছেদের পর কঠিন সময় কাটিয়েছি। তখন কারও মন্তব্য দেখতে ইচ্ছে করত না। অনেক ভালো ভালো মন্তব্য থাকত, কিন্তু আমার মন আটকে থাকত খারাপ মন্তব্যগুলোতে।’


বিজ্ঞাপন


তিনি আরও জানান, সামাজিক মাধ্যমের কারোণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। বেড়ে গিয়েছিল অস্থিরতা। এসব থেকে পরিত্রাণ পেতেই নেট দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।

এদিকে তার পরেই রয়েছেন কাইলি জেনার। ৮৮০ মিলিয়ন অনুসারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি। তাকে হারিয়েই ইনস্টাগ্রামে প্রথম স্থান অধিকার করেছেন সেলেনা।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর