বুধবার, ১ মে, ২০২৪, ঢাকা

দেশে বন্দি, বিদেশে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

দেশে বন্দি, বিদেশে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

গুলশানের হলি আর্টিজানের ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’-এর মুক্তি নিয়ে জলঘোলা কম হয়নি। চার বছর ধরে নিষিদ্ধাদেশ মাথায় নিয়ে ঘোরার পর শর্তসাপেক্ষে দেশে মুক্তির অনুমতি মিলেছিল ছবিটির। কিন্তু কয়েকদিন বাদে সিদ্ধান্ত ঘুরে যায়। জানানো হয়, ফের ছবিটি দেখবে আপিল কমিটির সদস্যরা। তারপরই হবে সিদ্ধান্ত।

সবমিলিয়ে দেশের প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা বিরাজ করছিল তখন খবর এলো, আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’। ঢাকা মেইলকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে ফারূকী বলেন, ‘এর আগেও দেশের বাইরে বেশ কয়েকটি প্রদর্শনীতে দেখানো হয়েছে ছবিটি। এবার সেখানকার সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। দেশের দর্শকের আগেই বিদেশের দর্শক ছবিটি দেখতে পেতে যাচ্ছে। আমি চেয়েছিলাম আমার দেশের মানুষ ছবিটি আগে দেখুক। কিন্তু সেটি হলো না।’

satarday afternoon

তবে এ নিয়ে কারও প্রতি অভিযোগ নেই ফারুকীর। এ নির্মাতা বলেন, ‘এ নিয়ে কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি কারও সঙ্গে যুদ্ধে নামিনি। ছবিটি বাংলাদেশে আটকে রাখাটা ঠিক হয়েছে কি হয়নি সে বিচার দেশের মানুষ করবেন। আর যারা আটকে রেখেছেন তদের স্থান ইতিহাস নির্ধারণ করবে।’

দেশের বাইরে ‘শনিবার বিকেল’ মুক্তি দিচ্ছে সিইপিএল ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। বিশ্বব্যাপী ছবিটি পরিবেশনের দায়িত্বে আছে সিইপিএল। খবরটি রিলায়েন্সের ফেসবুক পেজ থেকেও জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, “মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি দিচ্ছে সিইপিএল ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। আজ এ ছবির ট্রেলার প্রকাশ পাবে।”


বিজ্ঞাপন


প্রথমে দক্ষিণ আমেরিকায় মুক্তি পাবে ছবিটি। পরে পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এ ছবি মুক্তি পাবে বলে জানা গেছে। ২০১৯ সালের শুরুর দিকে সেন্সরে জমা পড়তেই ছবিটি নিষিদ্ধ করা হয়। অবশেষে চার বছর পর প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পেলেও সিদ্ধান্ত বদলে যায় কয়েকদিনের মধ্যে।

‘শনিবার বিকেলে’ অভিনয় করেছেন বেশ কয়েকটি দেশের অভিনয় শিল্পী। এদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর