অনুষ্ঠান চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড অভিনেতা শাহনওয়াজ প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ অভিনেতার মৃত্যুর তথ্য।
গতকাল শনিবার এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন শাহনওয়াজ। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ বুকে তীব্র ব্যাথা শুরু হয় তার। সে সময় তড়িঘড়ি করে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নেওয়া হয় তাকে। তবুও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। চিকিৎসক জানিয়েছেন, হৃদরোগে মৃত্যু হয়েছে শাহনওয়াজের।
বিজ্ঞাপন
সে সময় ব্যক্তিগত কাজে ওই হাসপাতালে উপস্থিত ছিলেন ছোটপর্দার অভিনেত্রী সুরভী তিওয়ারি। সংবাদমাধ্যমকে শাহনয়াজ প্রসঙ্গে তিনি বলেন, ‘চিকিৎসকেরা বারবার চেষ্টা করেও পালস খুঁজে পাচ্ছিলেন না। তার হৃদয়ে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।’
ছোটপর্দা, বড়পর্দা— সর্বত্রই সরব ছিলেন শাহনওয়াজ। ‘সিন্দবাদ দ্য সেইলর’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। ওটিটি মাধ্যমেও নিজেকে প্রমাণ করেছিলেন। ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ দর্শকের মনে পুনরায় জায়গা করে দিয়েছিল তাকে। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায়ও অভিনয় করেছিলেন তিনি।
এ অভিনেতার মৃত্যুতে অনুরাগী ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এরইমধ্যে অনেকে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে প্রকাশ করেছেন শোক।
আরআর

