রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছেলের মুখেভাতে পথশিশুদের খাওয়ালেন পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

ছেলের মুখেভাতে পথশিশুদের খাওয়ালেন পরীমণি

প্রতি মাসে ছেলে রাজ্যর জন্মদিন পালন করেন চিত্রনায়িকা পরীমণি। সেই ধারাবাহিকতায় সন্তানের গেল ১০ ফেব্রুয়ারি ছেলের ছয় মাস বয়স পূরণ হয়। এ উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে জন্মদিন পালন করেন।

Porimoni


বিজ্ঞাপন


ছয় মাস পূর্তির জন্মদিনে রাজ-পরী দম্পতি ছেলের মুখে ভাত দেওয়া হয়। সোনার বাটিতে রাখা খাবার সোনার চামচ দিয়ে ছেলেকে খাওয়ান তারা। এ ছাড়া নিজের জন্মদিনের মতোই ছেলের জন্মদিনে পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।

বাড়ির ছাদেই সন্তানের মুখেভাতের আয়োজন করেছিলেন পরীমনি। ছাদে শামিয়ানা, পর্দায়, আলোকসজ্জা মিলিয়ে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল।

Porimoni

জন্মদিন উদযাপনের বেশকিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন— ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখেভাত!


বিজ্ঞাপন


আরও পড়ুন
সেলিমের শয্যাসঙ্গী ছিলেন জয়া-পরীমণি, দাবি বিতর্কিত লেখিকার
খেলার আগে দম বন্ধ হয়ে যায়: পরীমণি
পরীমণি হাসপাতালে

পোলাও, রোস্ট থেকে মাছের বারবিকিউ রান্না করা হয় অনুষ্ঠানে। পথশিশুদের নিজের হাতে খাবার পরিবেশন করেন পরীমণি। এসব বাজার তিনি নিজেই করেছেন।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর