শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

চেহারা নিয়ে কখনও মন্তব্য করা উচিত নয়: ঋতাভরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৭ এএম

শেয়ার করুন:

চেহারা নিয়ে কখনও মন্তব্য করা উচিত নয়: ঋতাভরী

পর্দায় চরিত্রকে বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তুলতে অভিনয়শিল্পীরা কতো কিছুই না করেন! কখনও মোটা থেকে হতে হন রোগা। তো কখনও আবার রোগা থেকে হতে হয় প্লাস সাইজ। বলিউডে এমন ঘটনার সাক্ষী বারবার থেকেছেন অভিনেত্রীরা। তবে এবার এই ঘটনা দেখা গেল টলিপাড়াতেও। ওজন বাড়িয়ে প্লাস সাইজ হয়ে উঠলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

মেয়েদের যেন কোনো কিছুতেই শান্তি নেই। শরীরে মেদ জমলেই শুনতে হয় ‘একটু বেশি মোটা’, আবার স্থুলকায় শরীর হলে ‘এত্ত রোগা কেন?’ আবার অনেককে শুনতে হয় বেঁটে। কেউ আবার বড্ড বেশি লম্বা। এই সমস্ত ছুৎমার্গ কাটাতে এবার বক্স অফিসে ঝড় তুলতে আসছে ঋতাভরী চক্রবর্তী-আবির চট্টোপাধ্যায় অভিনীত ‘ফাটাফাটি’। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র মুখ্যোপাধ্যায়। মে মাসের ১২ তারিখ মুক্তি পেতে চলেছে ছবি।


বিজ্ঞাপন


Fatafati

এই ছবির জন্য প্রায় ২৫ কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন ঋতাভরী। এই জার্নিটা যে কতটা কঠিন ছিল—সে কথাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমার অস্ত্রোপচারের পর হঠাৎ করেই প্রায় সাত কেজি ওজন বেড়ে গিয়েছিল। ভেবেছিলাম খুব সহজেই ওজন কমিয়ে নেব। কিন্তু দেখলাম হয়ে গেল বিপরীত। ছবিতে অভিনয় করার জন্য আমাকে আরও অনেকটাই ওজন বাড়াতে হল। কোনোভাবেই প্যাডিং দিয়ে ম্যানেজ করা যাচ্ছিল না। আর তাই ২৫ কেজি ওজন বাড়িয়ে ফেললাম।’

ঋতাভরীর কথায়, ‘নিজেকে দেখে নিজেরই কান্না পাচ্ছিল আমার। কারণ এই পরিস্থিতি দিয়ে যেতে হয় বহু মেয়েকে। একটু মোটা হলেই শুনতে হয় কটাক্ষ। এমনকি ট্রলিংয়ের মুখে পড়তে হয়।’

Rita


বিজ্ঞাপন


সকলের উদ্দেশ্যে অভিনেত্রীর বার্তা, চেহারা নিয়ে কখনই মন্তব্য করা উচিত নয়। ঋতাভরীর কথায়, ‘ওজন কমানো যেমন কঠিন কাজ ঠিক তেমনি ওজন বাড়ানোও বেশ কঠিন কাজ। যদি এতটা ওজন বাড়ানোর পরেও কিছু আমি পরিচালককে খুশি করতে পারিনি। সে চেয়েছিল আরও ওজন বাড়ুক আমার। শুটিং শেষ করার পর নিউট্রিশিয়ানের কথা মনে আমি আবার ওজন কমানো শুরু করি।’

পরিচালক অরিত্র মুখ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও কাজ করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বরাবরই একেবারে অন্যরকম চরিত্রে অভিনয় করেন তিনি। তার প্রথম সিনেমা ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে নারী পুরোহিতের চরিত্রে অভিনয় করেন তিনি।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর