বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

পুনরায় ভোট গণনার আবেদন হিরো আলমের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

পুনরায় ভোট গণনার আবেদন হিরো আলমের

উপনির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন দুটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বুকে কাঁপন ধরিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মাত্র ৯০৪ ভোটে পরাজিত হয়েছেন মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে।

ভোটে হেরে হিরো আলম জানিয়েছিলেন, উপনির্বাচনের ফলাফল তিনি মানেন না। চেয়েছিলেন গণভোট। এবার তিনি পুনরায় ভোট গণনার আবেদন করলেন নির্বাচন কমিশনের অফিসে। ভোট গণনার সময় ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ এনে এ আবেদন করেন তিনি।


বিজ্ঞাপন


আজ রোববার দুপুরে বগুড়া নির্বাচন কমিশন অফিসে পুনরায় ভোট গণনার আবেদন করেন হিরো আলম। এর আগে সামাজিক মধ্যমে জানিয়েছিলেন দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন অফিসে যাবেন তিনি।

১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে লড়েছেন হিরো আলম। একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। নির্বাচনে বগুড়া-৪ আসনে হিরো আলম পান ১৯ হাজার ৫৭১ ভোট। তার নিকটতম প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হন। বগুড়া-৬ আসনে হিরো আলম পান ৫ হাজার ২৭৪ ভোট। এ আসনে ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে নৌকার প্রার্থী রাগেবুল হাসান বিপু বিজয়ী হন।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর