সুপারস্টার শাকিব খানকে নিয়েপ্রেমিক নামের একটি সিনেমা বানাবেন রায়হান রাফী— খবরটি শুনে আশায় বুক বেঁধেছিলেন শাকিব ভক্তরা। কিন্তু একাধিকবার ছবিটির শুটিংয়ের তারিখ পেছানোয় তাদের মাঝে নেমে আসে হতাশা। এবার জানা গেল, প্রেমিক সিনেমাটি হচ্ছে না। সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন টপি খান। ছবিটি প্রযোজনা করার কথা ছিল তার।
টপি খান বলেন, ‘প্রেমিক নামে কোনো ছবি আর হচ্ছে না। পরিচালক হিসেবে রাফীকেও আমি রাখছি না।’
বিজ্ঞাপন
ছবিটি না হওয়ার কারণ হিসেবে তিনি আরও বলেন, ‘শাকিব খানের এখন যে ক্রেজ এই ক্রেজের সঙ্গে প্রেমিক নামটা যায় না। বিশ্বের অন্যান্য দেশের সুপারস্টারদের দিকে তাকিয়ে দেখুন। তারা কোন প্যাটার্নের ছবি করছেন। আমরাও শাকিব খানকে নিয়ে তার মতো করে ভিন্ন প্যাটার্নে, ভিন্ন ধরনের অ্যাকশন থ্রিলার গল্প নিয়ে আগাতে চাই।’
এদিকে বিষয়টি নিয়ে রাফী বলেন, ‘প্রেমিকের গল্প তো আমার। আমার গল্পে আমাকে বাদ দেওয়ার কিছু তো নেই। আমার শিডিউল না থাকার কারণেই এই ছবি পেছানো হয়েছে।’

এ সময় টানা শুটিংয়ের অজুহাত দেখিয়ে এ নির্মাতা আরও বলেন, ‘আগামী ছয় থেকে সাত মাসের শিডিউল ব্লক আমার। সুড়ঙ্গ ছবির শুটিং শুরু করতে হচ্ছে। তার প্রস্তুতি চলছে এখন। এই ছয়-সাত মাসে প্রেমিক শুরু করা আমার পক্ষে সম্ভব নয়।’
বিজ্ঞাপন
এদিকে প্রেমিক ছবির ঘোষণা দিয়ে টালবাহানা শুরু করায় শাকিবও বিরক্ত রাফীর ওপর। এর আগে একটি সুত্র জানিয়েছিল, অনুরাগীদের মতো শাকিব নিজেও হতাশ রাফীর ওপর। কেননা প্রেমিক ছবির শিডিউল দিয়ে শুটিংয়ে নামার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু চিত্রনাট্য প্রস্তুত না হওয়ায় তা সম্ভব হয়নি। ফলে ভক্তদের কাছেও মুখ থাকছে না তার।
গত বছর শাকিবকে নিয়ে প্রেমিক ছবির ঘোষণা দেন রাফী। এ খবর শুনে বেশ চাঙা হয়ে উঠেছিলেন কিং খানের ভক্তরা। কেননা মেধাবী পরিচালক রাফীর সিনেমায় অনেকদিন ধরেই চাইছিলেন তারা। জানা গিয়েছিল, সিনেমাটি প্রযোজনা করবেন টপি খান। তার সঙ্গে এসকে ফিল্মসও যুক্ত থাকবে। শাকিবের বিপরীতে দেখা যাবে নতুন কোনো নায়িকা। কিন্তু আলোর মুখ দেখল না ছবিটি।
আরআর

