মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

সিনেমায় সুযোগের লোভ দেখিয়ে নয়নতারাকে কুপ্রস্তাব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৮:০১ পিএম

শেয়ার করুন:

সিনেমায় সুযোগের লোভ দেখিয়ে নয়নতারাকে কুপ্রস্তাব

চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়। অনেক আগে থেকেই পর্দার আড়ালে এমনটা চলছে। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়ক-নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের।

দক্ষিণি সুপারস্টার নয়নতারাও রয়েছেন এ তালিকায়। এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন, অভিনয়ে সুযোগ পাইয়ে দেওয়ার বিনিময়ে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। তবে কী ধরণের প্রস্তাব দেওয়া হয়েছিল নয়নতারাকে, তা ঘৃণায় মুখে আনতে পারেন না তিনি।


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যমকে নয়নতারা বলেন, ‘যতই মি টু আন্দোলন হোক, কিছু চেনা মুখ আড়ালে সেই একই। নারীদের হেনস্থা করাই তাদের উদ্দেশ্য। কাস্টিং কাউচ এখনও বড় সমস্যা ইন্ডাস্ট্রিতে।’

ক্যারিয়ারের শুরুর দিকে ঘটনাটি ঘটেছিল নয়নতারার সঙ্গে। বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে আছেন তিনি। কিন্তু কাস্টিং কাউচের ওই বিষয়টি তার এতটাই অপমানজনক মনে হয়েছিল যে এখনও ভাবলে গা গুলিয়ে ওঠে। সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

মুক্তির অপেক্ষায় আছে নয়নতারা অভিনীত ‘জওয়ান’ সিনেমা। এতে তার বিপরীতে আছেন শাহরুখ খান। বর্তমানে চলছে কিং খানের পাঠান উন্মাদনা। এরইমধ্যে আয়ের ঝুলিতে ৬০০ কোটি রুপি তুলে নিয়েছে ছবিটি। এ ছবির পরই আসছে ‘জওয়ান’।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর