রোববার, ১৯ মে, ২০২৪, ঢাকা

সত্যিই কি প্রেম করতেন সালমান-শাবনূর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

সত্যিই কি প্রেম করতেন সালমান-শাবনূর
সালমান শাহ ও শাবনূর । ছবি: ঢাকা মেইল

ঢালিউডের অন্যতম সেরা জুটি সালমান শাহ ও শাবনূর। এই জুটি একসঙ্গে ১৪টি সিনেমায় অভিনয় করেছেন। প্রত্যেকটি সিনেমাই পেয়েছে দর্শক-জনপ্রিয়তা। অভিনয়ের সূত্রে তারা একে অপরের খুব কাছাকাছি এসেছিলেন বলে শোনা গিয়েছিল। অনেকে সেটাকে প্রেমে বলেই আখ্যা দিয়েছেন। এ নিয়ে নাকি সালমান-সামিরার সংসার জীবনে নানা অশান্তি শুরু হয়েছিল। এমনকি সালমানের আত্মহত্যার পেছনে শাবনূরের সঙ্গে অন্তরঙ্গতার বিষয়টি উঠে এসেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে। 

সামিরা সবসময় দাবি করে আসছেন, সালমান-শাবনূরের প্রেম ছিল। শাবনূরের সঙ্গে সম্পর্কের বিষয়টি সালমান নিজেই নাকি স্বীকার করেছিলেন।

সামিরার ভাষ্য, ‘শাবনূরের সঙ্গে যে প্রেম ছিল সালমান নিজেই সেটি আমার কাছে স্বীকার করেছিলেন। কাজ করতে করতে একে অপরের কাছাকাছি এসেছিলেন সালমান-শাবনূর। এটি আমি মেনে নিতে পারিনি। সালমানের সঙ্গে শাবনূর সিঙ্গাপুরেও যান। এই কথাগুলো আমি পিবিআইকে বলেছি। শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে সালমানও ব্ল্যাকমেইল হওয়ার শঙ্কায় থাকতেন।’

salman
একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন সালমান-শাবনূর । ছবি: সংগৃহীত

তবে শাবনূর কখনও প্রেমের বিষয়টি স্বীকার করেননি। বরং তিনি দাবি করে আসছেন, সালমান তাকে বোনের চোখে দেখতেন।

শাবনূরের কথায়, ‘প্রেম নয়, সালমানের সঙ্গে আমার ভাই-বোনের সম্পর্ক ছিল। সালমানের নিজের ছোট বোন ছিল না, তাই আমাকে ছোট বোনের মতোই দেখতেন। এটাও ঠিক, সালমান শাহ আর আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু এসবের কোনোটিই সত্য নয়। ছোট বোন হিসেবে আমাকে তিনি ‘পিচ্চি’ বলে ডাকতেন। সালমানের মা-বাবাও আমাকে আদর করতেন। সালমানের কারণে আমাকে তাদের মেয়ে হিসেবেই দেখতেন। সালমান খুব আন্তরিক আর কাজ পাগল ছিলেন। আমাদের দু’জনের বোঝাপড়াটা ছিল চমৎকার। বলতে পারেন, একে অন্যের চোখের ইশারা বুঝতে পারতাম।’


বিজ্ঞাপন


১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটে সালমান শাহর। স্মার্টনেস ও ব্যক্তিত্ববোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়ে ওঠেন এ নায়ক। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি করেন। যার অধিকাংশই সুপারহিট। মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে পা রাখলেও সালমানের বেশিরভাগ ছবির নায়িকা ছিলেন শাবনূর। এই জুটি তখন এমন জনপ্রিয় হয়ে উঠেছিল যে, তাদের কোনো ছবি মুক্তি পেলেই দর্শক প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়তেন।

ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থাতেই ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসায় আত্মহত্যা করেন সালমান। যদিও তার পরিবার সবসময় বলে আসছে, পরিকল্পিতভাবে সালমানকে হত্যা করা হয়েছে। তবে পিবিআই দীর্ঘ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে, সালমান ‘আত্মহত্যা’ করেছেন। 

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর