শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘ফারাজ’-এর নির্মাতা অভিনন্দন জানালেন ফারুকীকে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

‘ফারাজ’-এর নির্মাতা অভিনন্দন জানালেন ফারুকীকে

‘শনিবার বিকেল’ মুক্তিতে কোনো বাধা নেই— খবরটি প্রকাশের পর থেকেই সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অভিনন্দনে সিক্ত ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এবার তাকে অভিনন্দন জানালেন একই ঘটনার ওপর নির্মিত বলিউড সিনেমা ‘ফারাজ’-এর নির্মাতা হানসাল মেহতা।

‘শনিবার বিকেল’-এর নিষিদ্ধাদেশ কাটার পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে একটি পোস্ট দেন ফারুকী। ওই পোস্টের মন্তব্যের ঘরে হানসাল লিখেছেন, ‘অনেক অভিনন্দন বন্ধু। ভালোবাসা জানাই অন্যপাশ থেকে।’ একই পথের বন্ধুর অভিনন্দনের উত্তরে ফারুকী লিখেছেন, ‘অবশ্যই কমরেড।’


বিজ্ঞাপন


ওই পোস্টে ‘শনিবার বিকেল’ মুক্তি সম্পর্কে ফারুকী লিখেছেন, “আপনাদের মতো আমিও পত্রিকা মারফত জেনেছি, আপিল বোর্ড ‘শনিবার বিকেল’ ছবিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওনারা হয়তো ওনাদের ছোট কিছু অবজারভেশন জানাবেন যেটা ডিটেইল এখানে আলোচনা করতে চাচ্ছি না। আমরা আশা করি তারা শিগগিরই আমাদের এই বিষয়ে চিঠি দেবেন যাতে আগামী শুক্রবার বা তার পরের শুক্রবার ছবিটা মুক্তি পায়। মোট কথা ‘ফারাজে’র সাথে বা আগেই ছবিটা মুক্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ।”

২০১৯ সালের শুরুর দিকে সেন্সরে জমা পড়তেই ছবিটি নিষিদ্ধ করা হয়। তারপর কেটে গেছে চার বছর। অবশেষে প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পেল এ ছবি।

‘শনিবার বিকেলে’ অভিনয় করেছেন বেশ কয়েকটি দেশের অভিনয় শিল্পী। এদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর