গত বছর ‘দিদি নাম্বার ১’-এ এসে ছোটপর্দার অভিনয়শিল্পী সুরভী সান্যাল ও সুমন দে ঘটা করে জানিয়েছিলেন নিজেদের সম্পর্কের কথা। ঘোষণা দিয়েছিলেন বিয়ের। কিন্তু বছর ঘুরতেই জানা গেল তাদের বিচ্ছেদ হয়েছে। এর কারণ হিসেবে সুরভী জানালেন, অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সুমনকে হাতেনাতে ধরেছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এ প্রসঙ্গে সুরভী বলেন, “প্রায় এক মাস হয়ে গেল আমার সঙ্গে সুমনের কোনো যোগাযোগ নেই। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিনে ওর ফ্ল্যাটে হাতেনাতে অন্য মহিলার সঙ্গে ধরি সুমনকে। তারপর আর আমার বলার ভাষা ছিল না। আমি ভাবতেই পারছি না ও এই ভাবে চিট করল। ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে নিজেদের সম্পর্কের কথা, বিয়ের কথা ঘোষণা করেছিলাম। মধ্যবিত্ত পরিবার আমাদের। রাস্তাঘাটে মা-বাবাকে কথা শুনতে হচ্ছে। সেটা ভেবেই খারাপ লাগছে।”
বিজ্ঞাপন
তবে এ প্রসঙ্গে সুমন মুখ খোলেননি। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। সরি।’ এ সময় কাজের ব্যস্ততার অজুহাত দেখি ফোন রেখে দেন তিনি।
এক পূজায় দেখা হয়ছিল সুরভী-সুমনের। এরপর শুরু হয় বন্ধুত্ব। ধীরে ধীরে তা প্রণয়ে গড়ায়। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ২০২৩ সালের শেষে বা ২০২৪ এর শুরুতে বিয়ের করবেন। কিন্তু বছর শেষে এক দুর্ঘটনায় ভেস্তে গেল সব পরিকল্পনা।
আরআর

