শনিবার, ৪ মে, ২০২৪, ঢাকা

ওটিটিতে কারিনার অভিষেক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ১২:২১ পিএম

শেয়ার করুন:

ওটিটিতে কারিনার অভিষেক
কারিনা কাপুর । ছবি: সংগৃহীত

প্রযুক্তির আধুনিকায়নে জনপ্রিয় হয়ে উঠেছে ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম। তাই সিনেমা হল নির্ভরতা কমে গেছে অনেকটা। ভরসার জায়গা এখন ওটিটি মাধ্যম।

বলিউডের নামজাদা তারকারা আজকাল কেবল ওটিটির জন্য কাজ করছেন। কেননা, করোনার ঊর্ধ্বগতির সময় যখন সিনেমা হলের দরজা বন্ধ ছিল তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ওটিটি।


বিজ্ঞাপন


এবার ওটিটি দুনিয়ায় অভিষেক হচ্ছে কারিনা কাপুরের। নেটফ্লিক্সের জন্য সিনেমাটি নির্মাণ করবেন সুজেয় ঘোষ। ২০০৫ সালে লেখা জাপানি লেখক কেইগো হিগাশিনোর ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ নামের বেস্ট সেলার বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হবে ছবিটি।

সাধারণত থ্রিলার ঘরানার সিনেমা নির্মাণ করে থাকেন সুজেয় ঘোষ। এর আগে ‘কাহানি’ ও ‘বদলা’ ছিল থ্রিলারধর্মী। নতুন ছবি প্রসঙ্গে তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, “এখন পর্যন্ত যত বই পড়েছি ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ সেরা প্রেমের কাহিনি বলে মনে হয়েছে। এই কাহিনিকে চলচ্চিত্রের রূপ দেওয়া সৌভাগ্যের ব্যাপার। তার ওপর পাওনা কারিনা কাপুর খান, জয়দীপ আলাহাওয়াত ও বিজয় ভর্মার মতো অভিনয়শিল্পীরা। এর চেয়ে বেশি একজন পরিচালক হিসেবে আমি আর কীইবা চাইতে পারি বলুন।”

কারিনা বলেন, ‘একটি ছবিতে যা যা প্রয়োজন তার সবকিছু আছে এই ছবিতে। রয়েছে দারুণ একটি গল্প, স্বপ্নদর্শী পরিচালক, প্রতিভাবান শিল্পী ও কলাকুশলী। সুজয়, জয়দীপ ও বিজয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ওটিটিতে আমার জার্নি শুরু হবে। আমি খুবই নার্ভাস। কিন্তু আমি জানি দারুণ হবে এই যাত্রা। সারাবিশ্বের দর্শক আমাদের কাজ মুঠোফোনেই দেখতে পাবেন। দেখবেন একটি বেস্ট সেলার বইয়ের কাহিনি কীভাবে জীবন্ত হয়ে উঠছে।’

পরিচালনার পাশাপাশি সুজয় নিজেই ছবিটি প্রযোজনা করবেন। তার সহ-পরিচালকের তালিকায় আছেন জয় শেওয়াক্রমণি, অক্ষয় পুরি ও থমাস কিন।


বিজ্ঞাপন


আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর