রোববার, ১৯ মে, ২০২৪, ঢাকা

শাহরুখের যেসব সিনেমা বিতর্কের জন্ম দিয়েছিল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

শাহরুখের যেসব সিনেমা বিতর্কের জন্ম দিয়েছিল

সময়টা ভালো যাছে না বলিউড সুপারস্টার শাহরুখ খানের। বিতর্কের জালে জড়িয়ে গেছে তার মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘পাঠান’। ছবিটির ‘বেশরম রঙ’ গান ভারতের হিন্দু-মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হেনেছে। ফলস্বরূপ ‘পাঠান’ বয়কটের ডাক তুলেছে দেশটির বিভিন্ন শ্রেণীর মানুষজন। শাহরুখের ছবি ঘিরে বিতর্ক এবারই প্রথম নয়। এর আগেও কিং খানের বেশকিছু ছবি নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়।

my name is khan


বিজ্ঞাপন


মাই নেম ইজ খান: ‘মাই নেম ইজ খান’-এর মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছিলেন শাহরুখ-কাজল জুটি। সেকারণে চলচ্চিত্রটি ভীষণ আলোড়ন তুলেছিল অনুরাগীদের মনে। পাশাপাশি বিতর্কও কম হয়নি। শিবসেনাদের নাখোশ করেছিল ‘মাই নেইজ খানে’র গল্প। প্রতিবাদ জানিয়ে এ ছবি নিষিদ্ধের দাবি তুলেছিলেন তারা।

shahrukh

ওম শান্তি ওম: শাহরুখের ক্যারিয়ারের উল্লেখযোগ্য একটি সিনেমা ‘ওম শান্তি ওম’। দীপিকা পাডুকোনেরও রাজকীয় অভিষেক হয়েছিল এ ছবির মাধ্যমে। শাহরুখ এতে নকল করেছিলেন অভিনেতা মনোজ কুমারকে। কিন্তু বিষয়টি ভালোভাবে নেননি তিনি। ছবির গোটা টিমকে একহাত নিয়েছিলেন মনোজ।

rois


বিজ্ঞাপন


রইস: অ্যাকশন-ক্রাইম-থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘রইস’ নিয়েও বেশ যাতনা সহ্য করতে হয়েছে শাহরুখকে। ছবিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল শিয়া সম্প্রদায়। শাহেনশাহর বিরুদ্ধে উঠেছিল বয়কটের ডাক।

shahrukh

জিরো: কিং খানের সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমাটিকেও দাঁড় করানো হয়েছিল বিতর্কের কাঠগড়ায়। তার হাতে কিরপান (শিখদের ধর্মীয় তরবারি) দেখে ক্ষুব্ধ হয়েছিল শিখ সম্প্রদায়ের লোকেরা। সমালোচনায় জর্জরিত করা হয়েছিল চলচ্চিত্রটিকে।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর