দেশের আকাশে সদ্য ওড়া বিমান এয়ার অ্যাস্ট্রার আতিথেয়তায় মুগ্ধ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী ও পরিচালক বাপ্পা মজুমদার। সামাজিক মাধ্যমে বিমানের ভেতরের একটি ভিডিও প্রকাশ করে এমনটাই জানিয়েছেন তিনি।
ভিডিওতে দেখা গেছে, বাপ্পা মজুমদারকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানাচ্ছেন একজন বিমানবালা। ওই ফ্লাইটের অন্য যাত্রীরাও তাকে হাততালি দিয়ে স্বাগত জানান।
বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে ঢাকা মেইল কথা বলে বাপ্পা মজুমদারের সঙ্গে। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে চট্টগ্রাম যাচ্ছিলাম। ফ্লাইটে আমাকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। যদিও আমি এয়ার অ্যাস্ট্রার টাইটেল ট্র্যাক করেছি। সবমিলিয়ে আমি এই বিমান সংস্থার আতিথেয়তায় মুগ্ধ।’
এ সম্পর্কিত আরও খবর
ডানা মেলল এয়ার অ্যাস্ট্রা, আকাশপথে যাত্রায় নতুন দ্বার উন্মোচন
দেশে এলো এয়ার অ্যাস্ট্রার প্রথম এয়ারক্রাফট
এর আগে ২০২২ সালের ২৪ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার প্রথম বাণিজ্যিক ফ্লাইট ২-এ ৪৪১ যাত্রা শুরু করে।
প্রতিদিন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিনটি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে জনপ্রিয় হয়ে ওঠা এই বিমান সংস্থাটি।
বিজ্ঞাপন
/আরএসও

