রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

পরী ঘর ছাড়তেই গডফাদারদের হুমকির মুখে রাজ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

পরী ঘর ছাড়তেই গডফাদারদের হুমকির মুখে রাজ!

দাম্পত্য কলহ নিয়ে পরীমণি যতটা সরব ছিলেন শরিফুল রাজ ছিলেন ততটাই নীরব। সংসারের শেষ প্রান্তে দাঁড়িয়ে রাজের বিরুদ্ধে মারধোরের অভিযোগ এনে ঘর ছাড়েন পরী। তখনও আত্মপক্ষ সমর্থন করেননি এ নায়ক। এবার তিনি মুখ খুললেন। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অজ্ঞাতনামা গডফাদারদের প্রতি।

নিজের ফেসবুকে রাজ লিখেছেন, ‘হ্যালো গডফাদারস এন্ড গং, আমি তোমাদের দেখতে চাই। আমি ঢাকায় থাকি। আমি চিয়ার্স করতে চাই।’


বিজ্ঞাপন


কী কারণে রাজ এমন পোস্ট দিয়েছেন— সে বিষয়ে বিস্তারিত জানাননি। তবে এটুকু স্পষ্ট যে পর্দার আড়াল থেকে কেউ তাকে হুমকি-ধামকি দিচ্ছেন। সেটা হয়তো পরীমণির হয়ে। সেকারণেই সম্ভবত রাজের এই পাল্টা চ্যালেঞ্জ।

সাংসারিক গোলযোগ নিয়ে খুব একটা বাক্য খরচ করেননি রাজ। স্ত্রী পরীমণি যখন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তুলকালাম শুরু করেন তখন তিনি শুধু বলেছিলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নিচ্ছে এখন। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। তবে এটুকু স্পষ্ট করি, আমি কোনো ভুল করিনি এবং আমাদের আর এক হওয়া হবে না।’

রাজ-পরীর সংসার বিষয়ক জটিলতা প্রকাশ্যে আসে ২০২২ সালে শেষ দিন। তবে তা ছিল পরীর দিক থেকে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে পরীমণি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

তারপর শনিবার রাতে পরীমণি জানান, অভিমান ভুলে রাজের কাছে ফিরে গিয়েছেন। কিন্তু এর কয়েকঘণ্টা পর মধ্যরাতে ফেসবুকে রক্তাক্ত বিছানা ও কোলবালিশের ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং…।’


বিজ্ঞাপন


গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। চলতি বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর