পৃথিবী সূর্যকে প্রদিক্ষণ করতেই কালের গর্ভে হারিয়ে গেল ২০২২ সাল। অন্যদিকে ক্যালেন্ডারের পাতা দখল করে নিল ২০২৩। বিশ্ব মেতে উঠল নতুন বছরের প্রথম প্রহর উদযাপনে।
এই আনন্দে মেতে উঠেছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তবে তিনি একটি ভিন্ন আঙ্গিকে উদযাপন করেছেন নতুন বছরের নতুন প্রহর। স্বামী রাজ চক্রবর্তীর ঠোঁটে ঠোঁট রেখে ২০২৩ শুরু করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এ সংবাদ শুভশ্রী নিজেই দিয়েছেন।
বিজ্ঞাপন
২০২৩ সাল শুরুর পরই নিজের ফেসবুকে ও ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেছেন শুভশ্রী। সেখানে দেখা গেছে, রাজের ঠোঁটে ঠোঁট গুজে চুমু খাচ্ছেন তিনি। এ সময় তার পরনে ছিল টুকটুকে লাল পোশাক। পায়ে সাদা স্নিকার্স। অন্যদিকে রাজের পরনে কালো জ্যাকেট, প্যান্ট এবং পায়ে বুট জুতো। রাজ-শুভশ্রীর উষ্ণ এ ছবির ব্যকগ্রাউন্ডে আগ্নিশিখায় লেখা ছিল ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৩।’ ক্যাপশনে এ নায়িকা লিখেছেন, ‘নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাইকে।’
প্রিয় তারকার এমন উষ্ণ শুভেচ্ছায় আদ্র হয়ে উঠেছে অনুরাগীদের হৃদয়। মন্তব্যের ঘরে প্রকাশ পেয়েছে তা। তারাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন পোস্ট।
মাঝে মাঝেই স্বামী রাজের সঙ্গে প্রেমময় মুহূর্ত নেটদুনিয়ায় প্রকাশ করেন শুভশ্রী। নেটিজেনরাও শোভনীয় মন্তব্য করেন তাদের ছবিগুলোতে। এবার নতুন বছরের শুভেচ্ছা জানাতেও স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিলেন তিনি।
আরআর

