রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রথম ভারতীয় হিসেবে দীপিকার অনন্য অর্জন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১২:১০ পিএম

শেয়ার করুন:

প্রথম ভারতীয় হিসেবে দীপিকার অনন্য অর্জন

জল্পনা আগে থেকেই ছিল। রোববার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে সত‍্যি হলো সেটা। ফুটবল বিশ্বকাপের ট্রফি থেকে পর্দা উন্মোচন করলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। প্রথমে নোরা ফতেহি আর এখন দীপিকা, দুই বলিউড অভিনেত্রী গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবারের বিশ্বকাপে, যা ভারতীয় হিসেবে অত‍্যন্ত গর্বের বিষয়।

প্রাক্তন স্প‍্যানিশ গোলকিপার ক‍্যাসিলাসের সঙ্গে বিশ্বকাপ উন্মোচন করেন দীপিকা। এই প্রথম কোনো ভারতীয় এই দায়িত্ব ও সম্মান পেলেন। খেলার দিনেই কাতারের উদ্দেশে উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। দীপিকা ছাড়াও বিশ্বকাপ ফাইনালে কাতারে ছিলেন শাহরুখ খান, করিশমা কাপুর, মোহনলাল ও কার্তিক আরিয়ানদের মতো তারকারা।


বিজ্ঞাপন


এর আগে নোরা ফতেহিকে দেখা গিয়েছিল কাতার বিশ্বকাপের অফিশিয়াল মিউজিক ভিডিওতে। এই প্রথম কোনো ভারতীয় এটা করে দেখালেন। পরে কাতারে ফিফা ফ‍্যান ফেস্টে পারফর্মও করেছিলেন তিনি। ফুটবলের মহারণে মেসি ম‍্যাজিকের সাক্ষী হয়ে রইলেন কাতারে উপস্থিত থাকা বলিউড তারকারা।

এই মুহূর্তে বেশ বিতর্কে রয়েছেন দীপিকা। সদ‍্য মুক্তি পাওয়া ‘পাঠান’র প্রথম গানে ‘বেশরম রঙ’ হয়ে দীপিকার সঙ্গে শাহরুখের রসায়ন জমে ক্ষীর। একদিকে যখন গান নিয়ে চর্চা তুঙ্গে, তখনি আরেকদিকে ‘পাঠান’ বয়কটের ডাকও জোরালো হয়ে উঠেছে। আসলে গানের একটি দৃশ‍্য নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।

সেখানে গেরুয়া রঙের বিকিনিতে দেখা গিয়েছে দীপিকাকে। পেছন থেকে ‘পাঠান’ রূপী শাহরুখ তাকে জড়িয়ে ধরে রয়েছেন। বয়কটকারীদের দাবি, এই ছবি থেকেই স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে। হিন্দুদের এখন থেকেই সাবধান হওয়া দরকার। এটাই ‘পাঠান’ বয়কট করার সবথেকে বড় কারণ হওয়া উচিত বলে দাবি নেটনাগরিকদের।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর