বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গৌরবগাঁথা লেখা হয়েছিল বীর যোদ্ধাদের হাত ধরে: মিম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

গৌরবগাঁথা লেখা হয়েছিল বীর যোদ্ধাদের হাত ধরে: মিম

আজ মহান বিজয়। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল কাঙ্ক্ষিত বিজয়। পেয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা।

বছর ঘুরে দিনটি ফিরে এলেই বিজয় দিবস উদযাপনে মেতে ওঠে এ দেশের মানুষ। ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমও আত্মিকভাবে যোগ দেন এই মিছিলে। অনুভূতি জুড়ে মাখিয়ে নেন লাল সবুজের মায়া। সামাজিক মাধ্যমে এ তারকা বিজয় দিবস নিয়ে প্রকাশ করেছেন নিজের অনুভূতি।


বিজ্ঞাপন


বিজয় দিবসের প্রথম প্রহরে নিজের ফেসবুকে মিম লিখেছেন, ‘দেখতে দেখতে ’৭১ এর ৫১ হয়ে গেল! বিজয়ের ৫১... বাংলাদেশের ৫১…। এক অন্য ধরনের গৌরবগাঁথা লেখা হয়েছিল আমাদের বীর যোদ্ধাদের হাত ধরে। আমরা পেলাম বিজয়... দেশ হলো মুক্ত।’

এরপর মিম লেখেন, ‘অথচ সেই বিজয়কে আমরা মুক্ত হতে দিয়েছি কই? বরং বন্দী করে রেখেছি! আসুন, মুক্ত করি জয়। আমাদের জীবনে আবারও ফিরে আসুক বিজয়! বিজয় আসুক আমাদের ভাবনায়, ভালোবাসায়, বিজয় আসুক উদারতায়, সমতায়, অধিকারে, মানব আর দেশপ্রেমে...।’

সবশেষে বিজয়ের দিনে এ তারকা আহবান জানিয়ে লিখেছেন, ‘আসুন, দেশটাকে সবাই ভালোবাসি, আরও বেশি। দেশ তখনই মানুষ হবে, মানুষ যখন হবে দেশী। দেখতে দেখতে ’৭১ এর আজ ৫১। আসুন দাঁড়াই একে অন্যর জন্য।’

বিজয় দিবসে দেশত্ববোধে উদ্বুদ্ধ মিমের এমন পোস্টে মন ভরে গেছে তার অনুরাগীদের। সবাই একমত পোষণ করেছেন তার সঙ্গে। বাঙালির সবচেয়ে আনন্দের এই দিনটি এনে দিতে প্রাণ বিসর্জন দেওয়া শহীদদের  আত্মার শান্তি কামনা করেছেন তারা, জানিয়েছেন শ্রদ্ধা।


বিজ্ঞাপন


আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর