মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টাইগারকে ছেড়ে নতুন প্রেমে দিশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২২, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

টাইগারকে ছেড়ে নতুন প্রেমে দিশা

বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিক জুটির মধ্যে ছিলেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। কিছুদিন আগে তারা বিচ্ছেদের পথে হাঁটেন। কিন্তু কেন তাদের সম্পর্ক ভাঙল— এ নিয়ে মুখ খোলেননি তারা।

বলিউডে পা রাখার পর থেকেই দিশার সঙ্গে নাম জড়িয়েছিল টাইগারের। তার স্ট্রাগলের দিনগুলো থেকে পাশে ছিলেন প্রেমিকা। অনেক ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। কিন্তু সঙ্গ ছাড়েননি দিশা। যদিও সবার সামনে কখনও নিজেদের সম্পর্কটা স্বীকার করেননি তারা।


বিজ্ঞাপন


কিন্তু হঠাৎ করেই দুজনের বিচ্ছেদের খবর চমকে দেয় সবাইকে। বিষয়টা নিয়ে কেউ প্রকাশ্যে কিছু না বললেও তারা যে আর একসঙ্গে নেই তা বুঝতে বাকি ছিল না কারও। এমনকি শোনা গিয়েছিল, টাইগার নাকি মুভ অনও করে গিয়েছেন। এবার শোনা গেল, দিশাও নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, দিশার নতুন প্রেমিকের নাম আলেকজান্ডার অ্যালেক্স। তিনি সার্বিয়ার বাসিন্দা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টা নিয়ে মুখ খোলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর
কেন স্মৃতিশক্তি হারিয়েছিলেন দিশা
টাইগার-দিশার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন জ্যাকি শ্রফ

আলেকজান্ডার জানান, ২০১৫ সালে দিশা এবং আরও কয়েকজনের সঙ্গে একই ফ্ল‍্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি। মুম্বাইতে দুজনের আলাপ। তখন দিশা ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, ফিটনেসের প্রতি দুজনের ভালোলাগা তাদের কাছাকাছি এনেছিল। দিশা তার কাছে পরিবারের সদস‍্যের মতো। তবে এসব গুঞ্জনে তারা পাত্তা দেন না। সত‍্যিটা কী সেটা তারা নিজেরা জানেন বলেই মন্তব‍্য করেন তিনি।

সম্প্রতি টাইগারকে নিজের অনুপ্রেরণা বলে দাবি করেছিলেন দিশা। তিনি জানিয়েছিলেন, আজ তিনি যতটা যা কিছু করতে পেরেছেন সবটা টাইগার আর তার টিমের জন‍্যই। নায়িকার মার্শাল আর্টস শেখার ইচ্ছা ছিল। টাইগারের টিমের দৌলতেই শিখতে পেরেছেন দিশা। টাইগারকে দেখেই নাকি তিনি নিয়মানুবর্তিতা শিখেছেন তিনি।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর