সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

মুক্তি পেল পরীমণি-রাজ দম্পতির প্রথম সিনেমা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

মুক্তি পেল পরীমণি-রাজ দম্পতির প্রথম সিনেমা
‘গুণিন’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

পরীমণি ও রাজ অভিনীত ‘গুণিন’ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে ছিল শুরু থেকে। কারণ, এই সিনেমার শ্যুটিংয়ে কাছাকাছি আসেন তারা। মন দেওয়া নেওয়ার পর্ব শেষে বসেন বিয়ের পিঁড়িতে।

আজ শুক্রবার সারাদেশের ২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই জুটির সিনেমা। বেশ কয়েকটি সিনেমা হলে খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দিনে প্রথম শো থেকে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক সিনেমাটি দেখতে ভিড় করছেন প্রেক্ষাগৃহে ।


বিজ্ঞাপন


Raaj Porimoni
সিনেমার একটি দৃশ্যে রাজ ও পরীমণি । ছবি: সংগৃহীত

৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্প নিয়ে ‘গুণিন’ ছবির কাহিনি। সেই গ্রামের নামকরা ওঝা রজব আলী গুণিন। গ্রামবাসীর বিশ্বাস, আধ্যাত্মিত ক্ষমতা আছে তার। অলৌকিক ক্ষমতার জোরে সেখানকার মানুষের জিন–ভূত তাড়ান তিনি। গ্রামের বাইরে একটা আস্তানা আছে। সেখানে সবসময় লাল কাপড়ের নিশান ওড়ে। সেই গ্রামের রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী রাবেয়া।

রাবেয়া চরিত্র অভিনয় করেছেন পরীমণি। গত বছর মাদক মামলায় জামিনে ছাড়া পাওয়ার পর এই ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। যদিও পরিচালক প্রথমে নুসরাত ফারিয়াকে চুক্তিবদ্ধ করিয়েছিলেন। পরে শিডিউল জটিলতার কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়ান ফারিয়া।

Cinema Hall List Gunin
‘গুণিন’ সিনেমার হল লিস্ট । ছবি: সংগৃহীত

সিনেমায় রাজের চরিত্রের নাম রমিজ। রাবেয়া ও রাজের প্রেম এই ছবির মূল উপজীব্য বিষয়। রিয়েল লাইফের মতো রিল লাইফেও তারা সুখের সংসার বাঁধতে পারবেন কি না— এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এখানে।

এদিকে সিনেমায় অভিনয়শিল্পীদের অভিনয়ে স্টার মার্কস দিয়েছেন পরিচালক। গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘পরীমণি-রাজসহ সবাই খুব চমৎকার অভিনয় করেছেন। বলার জন্য বলছি না, সিনেমা হলে গিয়ে দেখলে বুঝতে পারবেন তারা কতটা পরিশ্রম দিয়ে অভিনয় করেছেন।’

Gunin
শ্যুটিংয়ে রাজ-ইয়েশ যাকেরসহ অন্যান্যরা । ছবি: সংগৃহীত

হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেককেই আছেন এই সিনেমায়।

জানা গেছে, সিনেমা হলে মুক্তির রেশ কাটার পর ‘গুণিন’ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে। তবে কবে নাগাদ আসবে— এ বিষয়ে এখনও কোনা তথ্য পাওয়া যায়নি।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর