রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাংবাদিক হতে ১০০ ঘণ্টা ভিডিও দেখেছিলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

সাংবাদিক হতে ১০০ ঘণ্টা ভিডিও দেখেছিলেন ক্যাটরিনা

গল্পের প্রয়োজনে নানারকম চরিত্র অভিনয় করেন অভিনয়শিল্পীরা। সেসব চরিত্রে নিজেকে নিঁখুতভাবে ফুটিয়ে তুলতে চান তারা। ক্যাটরিনার কথাই ধরা যাক। ২০১৭ সালে ‘জাগ্গা জাসুস’ সিনেমায় সাংবাদিক চরিত্র অভিনয় করেছিলেন তিনি। এই চরিত্রে অভিনয় করা তার জন্য কঠিন ছিল। তবে তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন সাংবাদিক রূপে দর্শকের নজর কেড়েছিলেন।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে, সিনেমায় অভিনয়ের আগে নিজেকে সাংবাদিক বলে ভাবতে শুরু করেছিলেন ক্যাটরিনা। চরিত্রে ঢুকে পড়ে বেশ কয়েকজন বিখ্যাত সাংবাদিকের সঙ্গে দেখা করেন। তাদের থেকে শেখেন নিয়মাবলি। কীভাবে কাজ হয়—তার একটা ধারণা তৈরি করেন। শুধু তা-ই নয়, সাংবাদিকেরর জীবন কেমন হয় বুঝতে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে এক শ ঘণ্টার ভিডিও ফুটেজ দেখেছিলেন ক্যাটরিনা। সেই অভিজ্ঞতা এখনও ভোলেননি তিনি।


বিজ্ঞাপন


>>> আরও পড়ুন: সালমানকে ভয় পান ক্যাটরিনা
>>> আরও পড়ুন: বিয়ের পর ফ্লপ ক্যাটরিনা
>>> আরও পড়ুন: সত্যিই কি অন্তঃসত্ত্বা ক্যাটরিনা

এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন, ‘সাংবাদিকরা কেমনভাবে ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেন, কেমন করে সেসব আবার উপস্থাপন করেন, সেইসব আমি শিখি। সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরার ফুটেজ নিয়েও দেখি। আর যত সিনেমা, গল্পে সাংবাদিকতার অনুষঙ্গ আছে আমি দেখে এবং পড়ে ফেলি। একসময় গিয়েছে বটে! তবে অনেক কিছু শিখেছিলাম।’

ওই সিনেমাটি পরিচালনা করেছিলেন অনুরাগ বসু। এতে আরও অভিনয় করেছিলেন রণবীর কাপুর। ছবিটিও বেশ প্রশংসিত হয়েছিল।

এদিকে গত মাসে মুক্তি পেয়েছিল ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’ সিনেমা। যদিও এটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি। ফলে ফ্লপের খাতায় নাম লেখায় এই ছবি। সামনে যদিও আরও বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে এই নায়িকার।


বিজ্ঞাপন


/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর