বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শরীরের একাধিক জায়গায় চোট পেয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল বৃহস্পতিবার সকালে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন জুবিন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরইমধ্যে তার ডান হাতে একটি অস্ত্রোপচারও করা হয়েছে।
বিজ্ঞাপন
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, সিঁড়ি থেকে পড়ে গিয়ে ডান হাতের কনুই ভেঙে গেছে জুবিন নটিয়ালের। বুকের পাঁজরে চিড় ধরেছে তার, মাথায়ও আঘাত লেগেছে। তবে মাথার আঘাত তেমন গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন চিকিৎসক।
চিকিৎসকরা জুবিনের অস্ত্রোপচারকৃত ডান হাতটি আপাতত ব্যবহার করতে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। তবে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে এ গায়ক এখনও কিছু জানাননি।
সংগীত নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন জুবিন। গত সপ্তাহেই দুবাইতে কনসার্ট করেছেন তিনি। সম্প্রতি একাধিক সিনেমায় প্লেব্যাকও করেছেন। এমন ব্যস্ততম মুহূর্তে এ খবর শুনে শঙ্কিত জুবিন অনুরাগীরা। তার একমনে প্রিয় গায়কের আরোগ্য কামনা করছেন।
আরআর

