বুধবার, ৮ মে, ২০২৪, ঢাকা

হলিউড অভিনেতা লেসলি জর্ডান মারা গেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

হলিউড অভিনেতা লেসলি জর্ডান মারা গেছেন

হলিউডের কৌতুক অভিনেতা লেসলি জর্ডান আর নেই। সোমবার (২১ নভেম্বর) গাড়ি দুর্ঘটনায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, শুটিংয়ে যাচ্ছিলেন লেসলি জর্ডান। যাওয়ার পথে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লস অ্যাঞ্জেলেসে একটি বাড়ির পাশে গিয়ে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে জর্ডানের এজেন্ট জন লেক্লেয়ার জানান, লেসলি ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। তিনি ফক্স টেলিভিশনের ধারাবাহিক ‘কল মি ক্যাট’-এর সেটে যাচ্ছিলেন।

একাধারে অভিনেতা ও সংগীতশিল্পী ছিলেন লেসলি জর্ডান। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও অর্জন করেছিলেন খ্যাতি।

লেসলি জর্ডান ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর অভিনয়ে নিয়মিত হন তিনি। তার ক্যারিয়ারের অন্যতম নাটক ‘মারফি ব্রাউন’। এই নাটকই তাকে পাদ প্রদীপের আলোয় নিয়ে আসে।

জনপ্রিয় এই অভিনেতা ২০০৬ সালে অ্যামি অ্যাওয়ার্ড জয় করেন। কমেডি সিরিজ ‘উইল অ্যান্ড গ্রেস’-এ অভিনয়ের জন্য এই পুরস্কার এসেছিল তার ঝুলিতে।


বিজ্ঞাপন


আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর