প্রয়াত বলিউড অভিনেতা দীলিপ কুমারের বোন ফরিদা খান গুরুতর অসুস্থ। গেল সাত দিন ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
গণমাধ্যমটি জানিয়েছে, শারীরিক অবস্থা জটিল হওয়ায় মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় ফরিদাকে। তার দেখাশোনার দায়িত্বে আছেন তার ভাইয়ের ছেলে শাকিব। পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তিনি এগিয়ে আসেন।
বিজ্ঞাপন
ননদকে দেখতে হাসপাতালে গিয়েছেন সায়রা বানুও। যদিও স্বামীকে হারিয়ে তার শরীরও সেরকম ভালো নয়, তাই বান্দ্রা থেকে আন্ধেরি রোজ যাওয়াও সম্ভব হয়ে ওঠে না বর্ষীয়ান অভিনেত্রীর পক্ষে।
কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৮ বছর। অভিনেতার মৃত্যুর দিনেই তাকে বিকাল ৫টা নাগাদ মুম্বাইয়ের সান্তাক্রুজের জুহু কবরস্থানে দাফন করা হয়।
দিলীপ কুমার পঞ্চাশ-ষাটের দশকে বেশকিছু ক্লাসিক হিন্দি ভাষার চলচ্চিত্রে প্রধান ভূমিকা করে দেশের সর্বোচ্চ প্রভাবশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার স্ত্রী সায়রা বানুও জনপ্রিয় নায়িকা ছিলেন।
/আরএসও

