রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেয়েকে কি নায়িকা বানাতে চান আলিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

মেয়েকে কি নায়িকা বানাতে চান আলিয়া

নায়ক-নায়িকাদের সন্তান নায়ক-নায়িকা হবে— এ যেন বলিউডের রীতিতে পরিণত হয়েছে। রণবীর কাপুর, টাইগার শ্রফ, সোনম কাপুররা তারই উজ্জ্বল দৃষ্টান্ত। এ কারণে বি-টাউনের কোনো তারকা দম্পতি সন্তানের বাবা-মা হতেই অনুরাগীরা ধরে নেন, পূর্ববর্তী প্রজন্মের পথে হাঁটবে পরবর্তী প্রজন্ম।

সম্প্রতি কন্যাসন্তানের মা হয়েছেন আলিয়া ভাট। অনেকেরই প্রশ্ন, কন্যাকে কি নায়িকা বানাবেন এ তারকা? অন্তঃসত্ত্বা থাকাকালীনই এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আলিয়াকে। তিনি এর জবাবও দিয়েছিলেন।


বিজ্ঞাপন


এক সাক্ষাৎকারে অনাগত সন্তান সম্পর্কে আলিয়া বলেছিলেন, মানুষের চোখের সামনে সন্তানকে বড় করা নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বিষয়টি নিয়ে বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে, স্বামীর সঙ্গে অনেকবার কথা হয়েছে। সন্তানের জীবনে কোনো চাপ তৈরি করতে চাই না। কারণ দিন শেষে আমি যে পথ বেছে নিয়েছি, সেই পথ আমার সন্তানের ভালো নাও লাগতে পারে। এই বিষয়টি নিয়ে আমি সচেতন থাকব।’

সন্তানকে অভিনেত্রী বানাতে চান কি না জানতে চাইলে আলিয়া বলেন, ‘মেয়েকে নায়িকা বানানোর কোনো পরিকল্পনা নেই। এখনই কিছু ঠিক করে রাখতে চাই না। কারণ প্রত্যাশা থাকলে হতাশা তৈরি হয়। তাই প্রত্যাশার স্থানটি ফাঁকা রাখাই ভালো।’

৬ নভেম্বর এক কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। ভারতের স্থানীয় সময় বেলা ১২টা ৫ মিনিটে মুম্বাইয়ের এইচ এন রিল্যায়ান্স ফাউন্ডেশন হাসপাতালে মা হন তিনি।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর