রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঐন্দ্রিলার অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

ঐন্দ্রিলার অবস্থার অবনতি

চলতি মাসের প্রথম দিন স্ট্রোক করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান কলকাতার ছোটপর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এরপর থেকে হাসপাতালেই দিন কাটছে তার। মাঝে কিছুটা উন্নতি দেখা গেলেও ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এ অভিনেত্রীর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

হাসপাতাল থেকে খবর এসেছে, ঐন্দ্রিলার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে শুক্রবার (১১ নভেম্বর) থেকে হঠাৎ অবনতি হতে শুরু হয়। শনিবার (১২ নভেম্বর) তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।


বিজ্ঞাপন


ঐন্দ্রিলার বর্তমান অবস্থা চিকিৎসকদেরও চিন্তায় ফেলেছে। তার দেহে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। জ্বরও রয়েছে। এমতাবস্থায় তার ওষুধে আনা হয়েছে পরিবর্তন।

ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ঐন্দ্রিলা। কিছুদিন হলো একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। এ সময় তার পাশে ছায়ার মতো ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। ঐন্দ্রিলা ফিরেছিলেন শুটিংয়েও। চলতি মাসে দিল্লি যাওয়ার কথা ছিল তার। সেকারণে শুটিং থেকেও ছুটি নিয়েছিলেন তিনি।

কিন্তু ১ নভেম্বর রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তার। এরপর হাসপাতালে নিলে কোমায় চলে যেতে হয় তাকে। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন আছেন এ অভিনেত্রী।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর