শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাত মাসের ব্যবধানে দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

সাত মাসের ব্যবধানে দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী

চলতি বছরের এপ্রিলে কন্যা সন্তানের জন্ম দেন বাঙালি অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। মেয়ের বয়স এক বছরও হতো দিলেন না। সাত মাসের মাথায় ফের মা হলেন এ অভিনেত্রী। খবরটি শুনে অনেকেই অবাক হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেবিনার মা হওয়ার খবরটি দিয়েছেন তার স্বামী অভিনেতা মুন্ডা গুরমিত। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা গেছে, স্ত্রী দেবিনার কপালে আলতো করে চুমু দিচ্ছেন তিনি। আর দেবিনা ধরে আছেন একগুচ্ছ গোলাপি বেলুন। ছবিতে লেখা আছে, ‘মেয়ে হয়েছে।’


বিজ্ঞাপন


ছবিটির ক্যাপশনে গুরমিত লিখেছেন, ‘আমরা পৃথিবীতে স্বাগত জানালাম আমাদের মেয়েকে। ফের বাবা-মা হয়ে আমরা উচ্ছ্বসিত। তবে এ সময় আমরা গোপনীয়তা বজায় রাখতে চাই, যেহেতু সময়ের আগেই আমাদের কন্যা এই পৃথিবীতে এসেছে। প্রার্থনা করুন, ভালোবাসায় ভরিয়ে দিন আগের মতোই।’

চলতি বছরের এপ্রিল মাসের ৩ তারিখ জন্ম হয় গুরমিত-দেবিনার প্রথম কন্যা লিয়ানার। এখনও ভালো করে হাঁটতে শেখেনি লিয়ানা। এরইমধ্যে খেলার সঙ্গী হিসেবে ছোট বোন পেয়ে গেল সে। এ বছরের আগস্টেই মা হওয়ার সংবাদ দিয়েছিলেন দেবিনা।

গুরমিত-দেবিনা দুজনেই ভারতীয় শোবিজের জনপ্রিয় মুখ। ‘গীত.. হুয়ি সবসে পরাই’, ‘পুনর্বিবাহ’সহ বেশকিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন গুরমিত। অন্যদিকে দেবিনা অভিনয় করেছেন খামোশ নামের সিনেমায়। আপাতত তিনি ব্লগিংয়ে মন দিয়েছেন।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর