রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ০১:১২ পিএম

শেয়ার করুন:

বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ান

তারকাদের অসুস্থতার কথা শুনলে অনুরাগীদের কপালে চিন্তার রেখা স্পষ্ট হয়। দক্ষিণি সুপারস্টার সামান্থা রুথ প্রভুর বিরল রোগে আক্রান্ত হওয়ার সংবাদ থেকেই প্রমাণ পাওয়া গেছে। এবার বিরল রোগে আক্রান্ত বলিউড তারকা বরুণ ধাওয়ান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‘ভেস্টিবুলার হাইপোফাংশন’ নামক এক বিরল রোগে আক্রান্ত বরুণ। মস্তিস্কের একটি অংশ হচ্ছে ভেস্টিবুলার সিস্টেম। যেসব স্নায়ু শরীরের ভারসাম্য রক্ষা করে থাকে সেগুলো নিয়ন্ত্রণ করে এই অংশ। এই ভেস্টিবুলার সিস্টেমে সমস্যা দেখা দিলেই এই রোগ দেখা দেয়। শরীর ভারসাম্যহীন হয়ে পড়ে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই বিরল রোগের কথা  বরুণ নিজেই জানিয়েছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘আমি জানতাম না আমার সঙ্গে কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এই রোগে আপনার শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি। কারণ আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ জানতে চাইছে না কেন। আমাদের সবার এখানে থাকার একটা নির্দিষ্ট কারণ আছে। আমি সেই কারণ খোঁজার চেষ্টা করছি। আশা করছি, মানুষ নিজেরটা খুঁজে নেবে।’

বরুণকে শেষ দেখা গেছে ‘যুগ যুগ জিও’ সিনেমায়। এতে তিনি ছাড়াও অভিনয় করেছলেন কিয়ারা আদভানি, নীতু কাপুর ও অনিল কাপুর। কমেডি ঘরানার এই ছবির পরিচালক ছিলেন রাজ মেহতা। বক্স অফিসেও বেশ সফলতা অর্জন করেছিল বরুণের ‘যুগ যুগ জিও’। বর্তমানে এই তারকা ব্যস্ত আছেন ‘ভেড়িয়া’ নামের একটি চলচ্চিত্রে।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর