জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণি তারকা সামান্থা রুথ প্রভু। কয়েকমাস ধরে তিনি ‘মায়োসাইটিস’ নামক রোগে ভুগছেন। সামান্থা ইনস্টাগ্রামে হাসপাতালের শয্যার একটি ছবি দিয়েছেন। তার হাত এবং মাথার পিছনটা দৃশ্যমান। হাতে একাধিক নল লাগানো রয়েছে।
প্রিয় সহকর্মীকে এমন অবস্থায় দেখে বুক ভেঙে যাচ্ছে দক্ষিণি তারকাদের। জুনিয়র এনটিআর, দুলকার সালমান, বলিউডের রিতেশ দেশমুখ, জেনিলিয়া ডিসুজা ও উর্বশী রাউতেলা, কৃতি শ্যানন, কিয়ারা আদভানি ও জাহ্নবী কাপুরসহ অনেকেই সামান্থার আরোগ্য কামনা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞাপন
দক্ষিণি সুপারস্টার জুনিয়র এনটিআর লিখেছেন, ‘শিগগির সুস্থ হয়ে ওঠো স্যাম। তোমাকে সব ধরনের শক্তি পাঠাচ্ছি।’
‘তোমার কাছে আরও শক্তি আছে স্যাম। যেমন তুমি বলেছ, এটাও কেটে যাবে।’ এমন কথায় সামান্থার আরোগ্য কামনা এবং তাকে সাহস জুগিয়েছেন দুলকার সালমান।
সামান্থার ইনস্টাগ্রামের পোস্টে মন্তব্য করেছেন তেলেগু ও তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। তিনি লিখেছেন, ‘যত্ন নিও স্যাম।’
এর আগে নিজের অসুস্থতার খবর জানিয়ে নেট দুনিয়ায় সামান্থা লিখেছিলেন, “কয়েকমাস আগে ‘মায়োসাইটিস’ নামে একটি অটোইমিউন রোগ ধরা পড়ে আমার শরীরে। ভেবেছিলাম, সেরে ওঠার পরেই এই খবরটা আপনাদের জানাব। কিন্তু যতটা ভেবেছিলাম, তার থেকে একটু বেশি সময় নিচ্ছে সারতে। আমি ধীরে ধীরে বুঝতে পারছি যে আমাদের সবসময় শক্ত থাকার দরকার নেই। এই দুর্বলতাকে গ্রহণ করতে শিখছি। তবে খুব শিগগিরই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারব বলে আশাবাদী চিকিৎসকরা। ভালো দিন এবং খারাপ দিন, দুই রকমের সময় কাটিয়েছি। শারীরিক ও মানসিকভাবে। এমনকি যখন মনে হয়েছে যে, আমি এর থেকে বেশি আর একটা দিনও সহ্য করতে পারছি না, সেই মুহূর্তটিও কোনওভাবে কেটে গিয়েছে। আর তা থেকেই বুঝতে পারছি যে সুস্থ হওয়ার দিকে এগোচ্ছি ধীরে ধীরে। আপানাদের ভালোবাসা। এই সময়টাও কেটে যাবে।”
বিজ্ঞাপন
আরআর

