জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পনির্দেশক কলমতর মারা গেছেন। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে চাঁদপুরে নিজ বাসভবনে স্ট্রোক করে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার ছেলে রাসেদ আহমেদ গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কলমতরের প্রকৃত নাম মো. কলমতর। ১৯৫১ সালের ১৩ মার্চ চাঁদপুরে জন্ম তার। ১৯৬৮ সাল থেকে প্রখ্যাত শিল্পনির্দেশক আবদুস সবুরের সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি।
বিজ্ঞাপন
কলমতরের একক শিল্পনির্দেশনার প্রথম ছবি ‘উৎসর্গ’। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এক হাজারেরও বেশি চলচ্চিত্রের শিল্পনির্দেশনা দিয়েছেন। তার কাজ করা চলচ্চিত্রসমূহের মধ্যে— সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, দেনমোহর, চন্দ্রলেখা, আপন দুলাল, শাহজাদী গুলবাহার, চন্দ্রবান, দেনমোহর, মহামিলন, বিক্ষোভ, মায়ের অধিকার, জীবন সংসার ইত্যাদি।
/আরএসও

