আজ ২৬ অক্টোবর ঢালিউডের জনপ্রিয় অভিনেতা রিয়াজের জন্মদিন। পঞ্চাশে পা রাখলেন তিনি। বিশেষ এই দিনে তার ঘুম ভেঙেছে কন্যার হাতে বানানো শুভেচ্ছা কার্ড উপহার পেয়ে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। তবুও আজকে রিয়াজের মন ভালো নেই।
সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে দেশের উপকূলবর্তী অঞ্চলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় সিত্রাং। এতে লাখ লাখ মানুষ পড়েছিলেন জীবন সংকটে। ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেমে গেলেও দাগ রেখে গেছে। স্বজন হারা ও আশ্রয়হীনদের আহাজারিতে স্তব্ধ সেখানকার পরিবেশ। এসব ভুলতে পারছেন না রিয়াজ।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘জন্মদিন আনন্দের দিন হলেও মনে পড়ছে বাংলাদেশের যারা প্রান্তিক জনগোষ্ঠী, উপকূলীয় অঞ্চলের মানুষ, তারা খুবই কষ্টে আছে। তাদের জন্য খারাপ লাগছে।’
জন্মদিন উপলক্ষে তেমন কোনো আয়োজনও থাকছে না। অন্যদিনগুলোর মতোই কাটছে বিশেষ এই দিনটি। রিয়াজ বলেন, ‘অন্যসব দিনের মতোই কাটছে। তবে প্রচুর মানুষের শুভেচ্ছা, ভালোবাসা পাচ্ছি। এটা আমাকে অত্যন্ত আনন্দ দিচ্ছে, কৃতজ্ঞতায় মন ভরে যাচ্ছে আসলে।’
এদিকে দীর্ঘদিন দিনের বিরতি ভেঙে পর্দায় ফিরেছেন রিয়াজ। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা গেছে তাকে। লম্বা সময় পর প্রিয় তারকাকে পর্দায় দেখে অনুরাগীরাও হয়েছেন আপ্লুত।
আরআর

