বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

কুকুরের লেজে বাজি ফোটালে সহ্য করবেন না শ্রীলেখা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

কুকুরের লেজে বাজি ফোটালে সহ্য করবেন না শ্রীলেখা

দিওয়ালি আসন্ন। রাত পোহালেই সনাতন ধর্মের অনুসারীরা উৎসবে মেতে উঠবেন। এ দিন চলে কালীর আরাধনা। আর রাতে ফোটানো হয় বিভিন্ন ধরনের বাজি। যদিও কয়েকবছর ধরে বাজির বিপক্ষে অবস্থান নিচ্ছেন অনেকে। কারণ, এতে প্রচুর শব্দ হয়। প্রবীণরা এটা সহ্য করতে পারেন না। আবার কেউ কেউ কুকুরের লেজে বাজি বেঁধে দিয়ে মজা নেন।

মানবাধিকার কর্মীরা সবসময় এসবের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। এর বাইরে অনেক তারকা এটাকে সমর্থন করেন না। তাদের একজন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র


বিজ্ঞাপন


ফেসবুকে অভিনেত্রী লেখেন, ‘এরমধ্যেই শব্দবাজির আওয়াজ পাওয়া যাচ্ছে। বয়স্ক মানুষদের এবং কুকুর-বিড়ালদের কথা ভেবে উৎসবের রাজ্যে একটু নাহয় উৎসব কম হোক। মানুষের তুলনায় ওরা অনেক বেশি শোনে। সবাই বেঁচে থাকুক। গতবারের মতো এবার যদি শোনা যায় কুকুরের লেজে বাজি ফাটানো হয়েছে তাহলে তার খবর আছে। সাবধান করলাম।’

চারপেয়ে প্রাণীদের নিজের সন্তানতুল্য মনে করেন শ্রীলেখা। প্রাণীর প্রতি কোনো অত্যাচার তিনি বরদাস্ত করবেন না, এমন কথা কালীপূজা ও দিওয়ালির আগেই জানিয়ে রাখলেন। বয়স্কদের নিয়েও জাহির করলেন চিন্তা। এ দিকে কালীপুজাও দীপাবলির মতো আলোর উৎসবে কোনোরকমের অপরাধ যাতে না ঘটে সেজন‌্য সব রকমের প্রস্তুতি নিয়ে রাখছে কলকাতা পুলিশ। শব্দবাজি বা পরিবেশ দূষণকারী বাজি বিক্রি বা কেনার ওপরেও থাকবে কড়া নজর।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর