শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছয় বছর পর ফিরছেন চাঁদনী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

ছয় বছর পর ফিরছেন চাঁদনী

শুরুতে বেশ সাড়া জাগিয়েছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। নাটক-বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। তবে বেশিদিন নিয়মিত কাজ করা হয়নি তার। একটা সময় অনিয়মিত হয়ে পড়েন তিনি। এবার দীর্ঘ ছয় বছরের বিরতি ভেঙে ফের টিভি ধারাবাহিকে ফিরছেন চাঁদনী।

এর আগে একাধিক ধারাবাহিকের কাজ ফিরিয়ে দিলেও সম্প্রতি ‘ফ্যামিলি ডিসটেন্স’ নামের ধারাবাহিকে নাম লিখিয়েছেন চাঁদনী। এটি নির্মাণ করছেন আকরাম খান।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘পরিবার নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনি। তাই অভিনয় করছি। এখন গতানুগতিক যেসব নাটক হচ্ছে, সেখানে পরিবারকেন্দ্রিক গল্পের তেমন কোনো নাটক বা ধারাবাহিক নেই। কিন্তু আমাদের দর্শক এই পরিবারকেন্দ্রিক গল্পগুলো পর্দায় দেখতে চান। দেশের যত জনপ্রিয় বা দর্শকপ্রিয় নাটক আছে, সেগুলোর বেশিরভাগই পরিবারকেন্দ্রিক।’

এই ধারাবাহিকে চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে চাঁদনীকে। তিনি ছাড়াও অভিনয় করছেন আবুল হায়াত, ডলি জহুর, জলি মল্লিক, সাবেরী আলম, শাহেদসহ আরও অনেকে।

চাঁদনী শেষ ধারাবাহিকে অভিনয় করেন ২০১৬ সালে। সেবছর ‘হাউস ওয়াইফ’ নামের এক ধারাবাহিকে  দেখা গিয়েছিল তাকে। এরপর আর ধারাবাহিকে দেখা যায়নি তাকে। সবশেষ গত ‘অসমাপ্ত চা’ নামের একটি ক্ষুদে ছবিতে কাজ করেন তিনি।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর