বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

কলকাতার বন্ধুর সঙ্গে ঢাকায় আড্ডা জমালেন মিথিলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

কলকাতার অভিনেতা সৌরভ দাশের সঙ্গে রাফিয়াত রশিদ মিথিলার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলটে’ অভিনয় করেছেন তারা দুজন। বন্ধুত্বটা সেখান থেকেই। সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন সৌরভ। সময় কাটিয়ে গেছেন মিথিলার ঢাকার বাসায়।

এমন খবর পাওয়া গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মিথিলা ও সৌরভ দুজনেই ছবি প্রকাশ করেছেন। মিথিলা ক্যাপশনে লিখেছেন, ‘মন্টু যখন ঢাকায়।’


বিজ্ঞাপন


ছবিগুলো দেখে বোঝা গেছে, সৌরভের আগমন উপলক্ষে মিথিলার বাসায় গিয়েছিলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, সাফা কবির, নির্মাতা রেদওয়ান রনি, অভিনেতা ইরেশ যাকের, মিথিলার বোন মিম রশীদ।

অন্য একটি ছবিতে দেখা গেছে, দোলনায় সৌরভের কাঁধে মাথা রেখে বসে আছেন মিথিলা। দুই বন্ধুর সময়টা যে বেশ ভালোই কেটেছে, ছবিটি সে কথাই বলছে।

সৌরভকে কীভাবে আপ্যায়ন করলেন — জানতে চাইলে মিথিলা বলেন, ‘সৌরভকে বাসায় দাওয়াত দিয়ে যা যা খাবার রয়েছে তার সবরকম পদ রান্না করে খাইয়েছি। অবশ্য আমি রান্না করিনি; মা রান্না করেছে।’

কী কী পদ দিয়ে মেহমানদারি হলো— এ প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, ‘পোলাও, একাধিক পদের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, মাছ বেশ কয়েক পদের, শুটকি ছিল বহু ধরনের। কারণ সৌরভের শুটকি ভীষণ পছন্দ। যার ফলে শুটকির প্রতি ওর আগ্রহ ছিল; মা এসব যত্ন নিয়ে রান্না করেছিল।’


বিজ্ঞাপন


মিথিলা আরও জানান, সৌরভ তার খুব ভালো বন্ধু। তুই-তোকারি সম্পর্ক তাদের। সৌরভকে বাংলাদেশের আচার-প্রথাও শিখিয়েছেন তিনি। একারণে মিথিলাকে ‘দোস্ত’ বলে ডাকেন সৌরভ।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub