রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিকিনিতে উদ্দাম নাচ নোরার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

বিকিনিতে উদ্দাম নাচ নোরার

আইটেম গার্ল নোরা ফাতেহি যেখানেই যান সেখানে ছড়ান শারীরিক আবেদন। সেইসঙ্গে বেলি ড্যান্সে তোলেন ঝড়। লাস্যময়ীতা ও মাদকতা যেন মিলেমিশে একাকার এই তারকার মাঝে। এবার একসঙ্গে দু’জন পুরুষ সঙ্গী নিয়ে তিনি নেচে ঝড় তুললেন সমুদ্র সৈকতে। সেই নাচের একটি ভিডিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, নোরা ফাতেহি বুক ঢেকেছেন এক চিলতে গোলাপী বিকিনিতে আর কোমরের নিচে রেখেছেন এক বিঘত পরিমাণ জিন্স। এমন স্বল্প পোশাকে সমুদ্র সৈকতে উদ্দাম নাচ নেচে চলেছেন তিনি। তার সঙ্গে তাল মেলাচ্ছেন একজন নয় দুজন পুরুষ সঙ্গী।


বিজ্ঞাপন


এরকম আরও একটি ভিডিও প্রকাশ করেছেন নোরা। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতের পাশাপাশি রিসোর্টের সুইমিং পুলের কাছে একটি গানের সঙ্গে শরীর দলাচ্ছেন নোরা।

নেট দুনিয়ায় ভিডিও দুটি ছড়িয়ে পড়তে মোটেও সময় নেয়নি। মুহূর্তেই তাতে ভিড় জমিয়েছেন নেটিজেনরা। নোরার উদ্দাম নৃত্য এবং নেশাতুর সৌন্দর্যের প্রশংসা করেছেন অনুরাগীদের অনেকে। কেউ কেউ আবার এরকম ভিডিও আরও প্রকাশ করার অনুরোধ জানিয়েছেন।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর